আইসিসি র‍্যাঙ্কিং

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অশ্বিন, টি-টোয়েন্টিতে পেছালেন লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 বুধবার, 13 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জমে উঠেছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে র‍্যাঙ্কিং নিয়ে লড়াই। গত ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টর বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন জসপ্রিত বুমরাহ। এবার এই পেসারকে সরিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অশ্বিন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত কেটেছে অশ্বিনের। ধর্মশালায় সিরিজের শেষ টেস্টটি ছিল এই স্পিনারের শততম টেস্টও। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংলিশদের একাই ধসিয়ে দিয়েছেন অশ্বিন। 

মূলত এই পারফরম্যান্সের সুবাদেই ষষ্ঠবারের মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে বুমরাহর সঙ্গে আছেন জশ হ্যাজেলউডও। ধর্মশালায় দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়েছেন আরেক ভারতীয় বোলার কুলদীপ যাদব।

তিনি আছেন ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে। সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। আরেক সেঞ্চুরিয়ান শুভমান গিল ১১ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ২০ নম্বরে। ভারতীয় ওপেনার ইয়াসভি জায়সাওয়াল ২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৮ নম্বরে।

এদিকে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যর্থ হওয়া অজি ব্যাটার স্টিভ স্মিথ নেমে গেছেন পাঁচ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে খুব বেশি বড় পরিবর্তন আসেনি। আফগানিস্তানের বিপক্ষে ২ ইনিংসে ১৪১ রান করে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪ নম্বরে উঠে এসেছে হ্যারি টেক্টর।

আর ২ ইনিংসে ১৭২ রান করে ২ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন রহমানউল্লাহ গুরবাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সর্বশেষ ম্যাচে ৪৭ রানে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি এক ধাপ পিছিয়ে আছেন ১৪ নম্বরে। ব্যাটারদের মধ্যে ২ ধাপ পিছিয়েছেন লিটন দাস। তার অবস্থান ৩১ নম্বরে। দুই ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্ত আছেন ৩৩ নম্বরে।