ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাকডোনাল্ডের চোখে বিশ্বকাপে মার্শই অস্ট্রেলিয়ার অধিনায়ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:44 মঙ্গলবার, 12 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যারন ফিঞ্চ অবসর নেয়ার পর কখনও ম্যাথু ওয়েড আবার কখনও মিচেল মার্শ নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলকে। জুনে হতে যাওয়া বিশ্বকাপের খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শকেই অধিনায়ক হিসেবে দেখছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

বছর খানেক আগে ফিঞ্চ অবসর নিলেও এখনও স্থায়ী কোন টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নেয়নি অস্ট্রেলিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা। যেখানে তাদের অধিনায়ক ছিলেন ওয়েড। পরের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান মার্শ।

গত বছরের আগষ্ট-সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সফরে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তারকা এই অলরাউন্ডার। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অধিনায়ক ছিলেন তিনি। মার্শের অধীনে নিউজিল্যান্ডের সঙ্গেও খেলে অজিরা। এখন পর্যন্ত মার্শের অধীনে ৮ ম্যাচের সাতটিতে জয় পেয়েছে তারা।

এদিকে ফিঞ্চ দায়িত্ব ছাড়ার পর ওয়ানডে অধিনায়ক করা হয় প্যাট কামিন্সকে। তার অধীনে গত বছর বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং অ্যাশেজের ট্রফিও এনে দিয়েছেন কামিন্স। নেতৃত্ব ক্রমশই ছাড়িয়ে যাওয়া কামিন্সকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। যদিও মার্শের পক্ষেই কথা বললেন ম্যাকডোনাল্ড।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয় মিচের (মার্শ) কাছেই যাচ্ছে নেতৃত্বটা। ও যেভাবে দল চালাচ্ছে, তাতে আমরা খুশি এবং সন্তুষ্ট। আমরা মনে করছি, বিশ্বকাপের জন্য মার্শই নেতা, আমার মনে হয় এটা সময় হলে জানা যাবে।’

অধিনায়ক হিসেবে ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে মার্শের। ৮ ম্যাচ খেলে ৬৯.২০ গড়ে ৩৪৬ রান করেছেন এই অলরাউন্ডার। যেখানে অজি অধিনায়কের স্ট্রাইক রেট ১৭০.৪৪। এদিকে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মার্শের ব্যাটিং ছন্দ দেখতে চাইবে অজিরা।