আইসিসি র‍্যাঙ্কিং

তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:44 রবিবার, 10 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ভারত। দ্রুতই এমন পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।

এর ফলে তিন ফরম্যাটেই এক নম্বর দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। ১১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। আর ১১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বেন স্টোকস-ব্র্যান্ডন ম্যাককালামদের ইংল্যান্ড।

১০১ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে সাউথ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এদিকে মাত্র ৫১ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং মাত্র ৩। আর ১১ ও ১২ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।

কদিন আগেই আফগানিস্তানকে হারিয়ে টেস্টে ইতিহাসে নিজেদের প্রথম জয় পেয়েছে আয়ারল্যান্ড। আর তাতেই তারা আফগানদের হটিয়ে ১১ নম্বরে জয়গা পেয়েছে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে অজিরা। ফলে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

দুই দলের দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলমান রয়েছে। যদিও এই ম্যাচের ফলাফল টেস্ট র‍্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব ফেলবে না। এ বছরের শুরুতে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে রোহিত শর্মার দল।

আর অস্ট্রেলিয়া পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় টেস্ট সিরিজে। এর ফলেই শীর্ষস্থান দখল করে অজিরা। ভারত টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও শীর্ষে ছিল ভারত। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে রোহিতের দল।