বাংলাদেশ ক্রিকেট

পকেট থেকে রিপোর্ট বের করে পাপন বললেন ‘কিছু নেই’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:10 শনিবার, 09 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ ১২ ফেব্রুয়ারি তিন সদস্যের কমিটি বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট জমা দিলেও তা এখন পর্যন্ত প্রকাশ্যে আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জাতীয় একটি দৈনিকে বেশ কয়েকটি তথ্য সামনে আসায় তা নিয়ে বেশ সরগরম দেশের ক্রিকেট পাড়া। এসবের মাঝে ৯ মার্চ সভায় বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদ।

যেখানে আলোচ্য বিষয় ছিল ৩১ মার্চ হতে যাওয়া বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাজমুল হাসান পাপন। এজিএম মূল বিষয় হলেও সেখানে অনুমেয়ভাবেই প্রশ্ন এসেছে তদন্ত রিপোর্ট নিয়ে। বোর্ড সভাপতি জানান, কমিটির সাজেশন ও রিকমেন্ডেশন অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছে। ওদের সাথে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে।’

কদিন আগে বাংলাদেশের জাতীয় একটি দৈনিক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে জানায়, বিশ্বকাপে দলের সঙ্গে থাকা দুই পরিচালকের হস্তক্ষেপে অস্বস্তিতে পড়েছিলেন ক্রিকেটাররা। এমন অভিযোগ শোনার পর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, তদন্ত রিপোর্ট সামনে আসা উচিত।

এদিকে অভিযোগ আসা সুজন এবং জালাল ইউনুসকে ডেকে তদন্ত রিপোর্ট দেখিয়েছেন পাপন নিজে। বোর্ড সভাপতি জানান, কোন পরিচালকদের নিয়ে এমন কিছুই বলা নেই। সেই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্য করে নিজের পকেট থেকে তিন পাতার রিপোর্ট বের করে পাপন জানান, এখানে তেমন কিছুই নেই।

পাপন বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তিন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি আজ সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তাদের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন। যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সে সবের মধ্যে নেই।’