আফগানিস্তান ক্রিকেট

আফগান ইতিহাসের প্রথম ওয়ানডে খেলা নুরের অবসর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:42 শুক্রবার, 08 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডের একাদশে ছিলেন নুর আলি জাদরান। আন্তজাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিদায় বেলায় তাকে 'গার্ড অব অনার' সম্মাননা দেয় সতীর্থরা।

২০০৯ সালে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডের একাদশে ছিলেন নুর। সেই ম্যাচে ইনিংস শুরু করতে নেমে ২৮ বলে ৪৫ রান করেন তিনি। ম্যাচটিতে ৮৯ রানের জয় পায় আফগানরা।

নুরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা নানা চমকে ঘেরা। দেশের হয়ে ৫১ ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারের টেস্ট অভিষেক হয় গত মাসে (ফেব্রুয়ারি)। সেই অভিষেক টেস্ট ম্যাচে তাকে ক্যাপ পরিয়ে দেন তারই ভাতিজা ইব্রাহিম জাদরান!

ইব্রাহিমের বয়স ২২, নুর আলির ৩৫। ক্রিকেটে এমন ঘটনা আগে কখনোই দেখা যায়নি। গত ফেব্রুয়ারিতেই শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলেন নুর। সেখানেই থেমে গেল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের।

গত (বৃহস্পতিবার) রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন নুর। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এক হাজার ৯৩০ রান করেন এই ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে এক হাজার ২১৬ এবং টি-টোয়েন্টিতে ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেন তিনি।