বিশ্বকাপ

বিশ্বকাপের তদন্ত রিপোর্ট জনসম্মুখে চান সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:23 বুধবার, 06 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

প্রত্যাশার পারদে চেপে বিশ্বকাপে গেলেও ভারত থেকে মাত্র দুটি জয় নিয়ে দেশে ফেরে বাংলাদেশ। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকা দলের সঙ্গেও। ব্যর্থ বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজতে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। মাস দুয়েকের তদন্ত শেষে সেটি বোর্ডে জমাও দিয়েছেন তারা। এবার সেটি জনসম্মুখে আনতে বলছেন খালেদ মাহমুদ সুজন।

যতদূর জানা গেছে, ১২ ফেব্রুয়ারি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন তিন সদস্যের কমিটি। যদিও এটি এখন পর্যন্ত জনসম্মুখে আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আদৌ সবার সামনে এটি আনা হবে কিনা সেটারও নিশ্চয়তা নেই। এদিকে তদন্ত রিপোর্টে থাকা বেশ কয়েকটি তথ্য প্রকাশ্যে এনেছে জাতীয় একটি দৈনিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জাতীয় দৈনিকটি জানিয়েছে, দুই পরিচালকের জন্য বিশ্বকাপ দলে অস্থিরতা তৈরি হয়েছে। বিসিবির সেই দুই পরিচালকের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন ক্রিকেটাররা, প্রতিবেদনে এমনটা জানিয়েছে তারা। তাদের তথ্য অনুযায়ী, দুই পরিচালকের একজন সুজন। কারণ বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর। তাতে করে অভিযোগটা তার দিকেই আসছে।

যদিও তদন্ত রিপোর্ট জনসম্মুখে আনতে বলছেন সুজন। তিনি বলেন, ‘তদন্ত রিপোর্টটা তো বিসিবি প্রকাশ করেনি। কোথা থেকে খবরটা আসে? বিসিবি নিশ্চয়ই দেবে কী কারণ।তারপর বোঝা যাবে কী সত্যি, কী মিথ্যা। কিন্তু আমার মনে হয় যেটাই রিপোর্টে এসেছে, জনসম্মুখে আনা উচিৎ। সেটা জনসম্মুখে আনলে ভালো।’

সমস্যা থাকলে বোর্ড সমাধান করবে নয়তো নিজেরা সমাধান করবেন বলে জানান তিনি। সুজন বলেন, ‘যদি আমাদের কোনো সমস্যা থাকে, সেটার সমাধান হবে। বোর্ড মনে করে এটা জনসম্মুখে আনা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে, সেটাও হতে পারে।’

এদিকে সুজন বিশ্বাস করেন, দলগত খেলা ক্রিকেটে একক কারও জন্য কিছু হতে পারে না। যদিও বাংলাদেশের টিম ডিরেক্টর মনে করেন, পরিকল্পনায় হয়ত ভুল থাকতে পারে। তবে মাঠের বাইরে বসে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না বলে জানান তিনি।

সুজন বলেন, ‘এটা দলীয় খেলা, একক কারোর কারণে কিছু হতে পারে বিশ্বাস করি না। পরিকল্পনার সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি না কোন ব্যক্তির কারণে ম্যাচ হেরে যাবে বা জিতে যাবে! হ্যাঁ, অনেকেই ম্যাচ জেতায়, কিন্তু আমার মনে হয় খেলা তো মাঠে হয়। বাইরে থেকে তো আপনি এসব নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আসলে এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না।’