আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজ

আয়ারল্যান্ডের ইতিহাস গড়া জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:34 শুক্রবার, 01 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের জন্য ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। কিন্তু মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপরও অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নির হাফসেঞ্চুরিতে নিজেদের ইতিহাস লিখল আইরিশরা। ৬ উইকেট হাতে রেখে সাদা পোশাকে প্রথম জয় পেল আয়ারল্যান্ড। যদিও এই জয়ে কৃতিত্বটা বেশি দলটির পেসারদের। মার্ক অ্যাডাইর, ক্রেইগ ইয়াংদের তোপে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় আফগান ব্যাটাররা। ফলে মাত্র তিন দিনেই জয় নিশ্চিত হয় আইরিশদের।

আবুধাবির টলারেন্স ওভালে আয়ারল্যান্ডের লক্ষ্যটা ছোটো হলেও শুরু থেকেই বিপাকে পরে দলটি। মাত্র পাঁচ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। প্রথমে ওপেনার পিটার মুরকে ফেরান নাভিদ জাদরান। রানের খাতা খোলার আগেই বোল্ড হন তিনি। এর পরের বলেই কার্টিস ক্যাম্ফারকে শিকার বানান নাভিদ। তিনিও শূন্য রানেই বোল্ড হয়েছেন।

আইরিশদের ইতিহাস গড়ার পথে বিপদটা আরো বাড়ান নিজাত মাসুদ। তার ফুল লেংথ ডেলিভারি হ্যারি টেক্টরের ব্যাট ছুঁয়ে উইকেটের পিছনে গ্লাভস বন্দি হলে ২ রানে ফেরেন এই ব্যাটার। ফলে দ্রুতই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। এ সময় দলের হাল ধরেন আরেক ওপেনার বলবার্নি। পল স্টারলিংকে নিয়ে জয়ের পথে এগেতো থাকেন তিনি। কিন্তু তাদের জুটি ভাঙেন জিয়াউর রহমান।

এই স্পিনারের বলে রহমত শাহের কাছে ক্যাচ তুলে দেন ১৪ রান করা টেক্টর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আইরিশদের। বলবার্নি ও লরকান টাকারের ৭২ রানের জুটি তাদের প্রথম টেস্ট জয় এনে দেয়। বলবার্নি খেলেন ৯৬ বলে ৫৮ রানের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেয়া টাকার অপরাজিত ছিলেন ৫৭ বলে ২৭ রান করে।

ফলে নিজেদের অষ্টম টেস্টে প্রথম জয়ের দেখা পেল দলটি। এদিন শুরুটাই বাজেভাবে হয়েছিল আফগানদের। আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি এদিন মাত্র দুই রান যোগ করেই সাজঘরে ফেরেন। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মার্ক অ্যাডাইর। এরপর নাসির জামাল, করিম জানাতরাও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন।

অবশ্য এদিন আফগানদের হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন আগের দিন ২৩ রানে অপরাজিত থাকা রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ৪৩ রান করা এই উইকেটরক্ষক ব্যাটারকে বোল্ড করেন ব্যারি ম্যাকার্থি। এরপর জিয়াউর ১৩ ও নাভিদ ২৫ রানে ফিরলে আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। ফলে ২১৮ রানেই থামে আফগানদের ইনিংস।

আইরিশদের হয়ে অ্যাডাইর, ইয়াং ও ম্যাকার্থি নিয়েছেন তিনটি করে উইকেট। থিও ভ্যান ওয়ার্কম নিয়েছেন একটি উইকেট। তাদের বোলিং তোপেই দলটির জয়ের রাস্তা সহজ হয়। নিজেদের প্রথম টেস্টে জয় পেতে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের থেকেও কম ম্যাচ খেলেছে বলবার্নির দল।