ভারত- ইংল্যান্ড সিরিজ

রাজকোট টেস্টে বাদ বশির, ফিরছেন উড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:32 বুধবার, 14 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টকে সামনে রেখে নিজেদের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেটে বোর্ড (ইসিবি)। একাদশে নেই শোয়েব বশির।

হায়দরাবাদ টেস্টের ইনজুরিতে পড়ায় সিরিজ থেকে ছিটকে যান জ্যাক লিচ। অভিজ্ঞ এই স্পিনার না থাকায় বিশাখাপত্তমে অভিষেক হয় শোয়েব বশিরের। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে দেরি হওয়ায় সিরিজ শুরুর আগ থেকেই আলোচনায় ছিলেন তিনি।

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় বশিরকে সময়মত ভিসা দেয়নি ভারত। যার কারণে সিরিজের শুরুতে একটানা সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। অভিষেক অবশ্য সেভাবে রাঙাতে পারেননি তিনি। ইংল্যান্ড হেরে যাওয়া টেস্টে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নেন তিনি।

এদিকে গত টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলেননি মার্ক উড। তার পরিবর্তে সেই ম্যাচে খেলেন জেমস অ্যান্ডারসন। বর্ষীয়ান এই পেসার এই ম্যাচেও খেলছেন। তার সঙ্গে ফেরানো হয়েছে উডকে। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে দলের একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন উড।

কিন্তু সেই ম্যাচে উইকেট পাননি উড। মাঝে এক ম্যাচ বিশ্রাম দিয়ে আবারও তাকে খেলার সুযোগ করে দিলো ইংল্যান্ডের ম্যানেজমেন্ট। পাঁচ ম্যাচের সিরিজটিতে বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় আছে ভারত ও ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।