পিএসএল

টপলি-ইহসানুল্লাহকে হারিয়ে বড় ধাক্কা মুলতানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:45 মঙ্গলবার, 13 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) অষ্টম আসর। কিন্তু এর আগেই বড় ধাক্কা খেলো টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স। দলের দুই সেরা পেসার রিচ টপলি ও ইহসানউল্লাহকে চোটের জন্য আসন্ন আসরে পাচ্ছে না তারা। ব্যাপারটি নিশ্চিত করেছেন দলটির কর্ণধার আলী তারিন।

এসএ টোয়েন্টির দ্বিতীয় আসরে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন টপলি। ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ইংলিশ পেসার। এরপরই কথা ছিলো প্রথমবারের মত পিএসএল খেলতে আসার। কিন্তু কাঁধের চোটের কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টপলির চোট কতটা গুরুতর সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে জুন-জুলাইতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। তাই পিএসএল খেলতে তাকে এনওসি দেয়নি ইংলিশ বোর্ড।

ইসিবির এনওসি না দেয়ার ব্যাপারটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন মুলতানের মালিক তারিন। সেখানে তিনি জানান, '(টপলি) তার এনওসি পত্র (ইংল্যান্ড থেকে অনাপত্তি পত্র) পাননি। তাই পিএসএলে তাকে পাওয়া যাবে না।'

এদিকে গত মৌসুমে দলটির সর্বোচ্চ উইকেট শিকারি ইহসানউল্লাহকেও পাচ্ছে না তারা। পাকিস্তানি এই পেসার সবশেষ পিএসএল মৌসুমে নিয়েছিলেন ২২ উইকেট। সেবার আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২১ বছর বয়সী এই পেসার। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে কনুইতে চোট পাওয়ায় তার না খেলার ব্যাপারটি আগেই নিশ্চিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে দুই পেসারের বদলি খুঁজছে দলটি। যেখানে তাদের পছন্দ ছিলো প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গার। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএ) তাকে এনওসি না দেয়ার কথা জানিয়েছে। এছাড়া মুলতানের পছন্দের তালিকায় রয়েছেন ওলি স্টোন ও শ্রীলঙ্কার পেসার দুশমন্থ চামিরা। কিন্তু চামিরা সদ্যই আফগানিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে বা পায়ের পেশীতে চোট পেয়েছেন।