বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

জিম্বাবুয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:10 মঙ্গলবার, 13 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জনপ্রিয় এই ফ্র্যঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হতে না হতেই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

এরপর ঈদের ছুটিতে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। 

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টেস্ট খেলতে অনাগ্রহী বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজটি পিছিয়ে দেয়ার আলোচনা চলছে দুই বোর্ডের মধ্যে।

এই ফাঁকা সময়ে আফিগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ। আপাতত সিরিজটি নিয়ে আলোচনা চলছে দুই বোর্ডের মধ্যে। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরুতে মাঠে গড়াতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে আরেকটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

জুলাই-আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে ২ টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। সিরিজটি শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা রয়েছে।