আইএল টি-টোয়েন্টি

আইএল টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না শামার জোসেফের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:12 মঙ্গলবার, 30 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দুবাইতে যাওয়ার কথা ছিল শামার জোসেফের। দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) দিয়ে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখার কথা ছিল ক্যারিবীয় এই পেসারের। তবে ইনজুরির কারণে এই টুর্নামেন্টে তার খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়া সিরিজের মাঝ পথেই তাকে দেশে ফিরতে হচ্ছে ইনজুরি কাটিয়ে উঠতে।

আইএল টি-টোয়েন্টিতে তাকে দলে ভিড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে কদিন পরে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে তাকে ঠিকই দেখা যাবে। পিএসএলের রিপ্লেসমেন্ট নিলাম থেকে তাকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। তারা গাস অ্যাটকিসনের বদলি হিসেবে শামারকে দলে নিয়েছে।

ব্রিজবেন টেস্টের ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের একটি ইয়র্কারে পায়ে আঘাত পান শামার। এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি। ফিজিও ও সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তাকে বল হাতে দেখা যাবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা।

সেদিন বোলিংও করতে পারেননি। তবে পায়ে চিড় ধরা না পড়লেও ঝুঁকির কথা ভেবে তার মাঠে নামারই কথা ছিল না। অবশ্য চিকিৎসকের পরামর্শ মেনে আবারও তিনি মাঠে ফিরেছিলেন। এক স্পেলে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবিস্মরণীয় ৮ রানের জয় এনে দিয়েছেন এই পেসার।

আর তাতেই ১৭ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবীয়রা। দারুণ বোলিংয়ের পর ম্যাচ সেরাও হয়েছেন শামার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সেই ম্যাচেই ৫ উইকেট নিয়ে প্রতিভার জানান দিয়েছিলেন তিনি।

গায়ানার এক দুর্গম গ্রাম থেকে তার উঠে আসার গল্পটাও আলোড়ন ফেলে ক্রিকেট মহলে। অনেকেই তার মাঝে ভবিষ্যৎ তারকা দেখছেন। তবে শামার নিজেই জানিয়েছেন তিনি যতই ফ্র্যাঞ্চাইজি লিগের চাহিদা থাকুক না কেন, টাকার ঝনঝনানি থাকুক টেস্ট ক্রিকেটই হবে তার ধ্যান জ্ঞান।

এ প্রসঙ্গে শামার বলেছিলেন, 'ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে সবসময়ই প্রস্তুত থাকব আমি। সরাসরি এটা বলতে কোনো ভয় নেই আমার। এরকম সময় আসতে পারে, যখন টি-টোয়েন্টি আসবে এবং টেস্ট ক্রিকেটও থাকবে একই সময়… আমি সবসময়ই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে তৈরি থাকব, যত টাকার হাতছানিই আমার সামনে আসুক না কেন।'