শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজ

হাসারাঙ্গার ঘূর্ণির পর বড় জয়ে সিরিজ শ্রীলঙ্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 01:53 শুক্রবার, 19 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কলম্বতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯ উইকেটের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সিরিজ নির্ধারণি এই ম্যাচে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। 

দ্বিতীয় উইকেটে ৩২ রান যোগ করেন তিনাশে কামুনহুকামুয়ি ও ব্রায়ান বেনেট। তিনাশে ফিরেছেন ১২ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তারা ১৮ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়েছে। মূলত এ কারণেই ৮২ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন বেনেট। তাও আবার মাত্র ১২ বলে। এর বাইরে শেন উইলিয়ামস ১৫ ও সিকান্দার রাজা ১০ রান করে আউট হয়েছেন। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা পার হতে পারেননি। জিম্বাবুয়ের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন হাসারাঙ্গা।

লঙ্কান অধিনায়ক একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মাহিশ থিকশানা। একটি করে উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে উইকেট শূন্য ছিলেন কেবল দুশমান্থ চামিরা।

মামুলি লক্ষ্য পেয়ে দারুণ শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা মিলে তুলেছিলেন ৬৪ রান। মেন্ডিস ২৭ বলে ৩৩ রান করে ফিরে গেলেও নিশাঙ্কা অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৯ রান করে। ১৫ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি টেন উইলিয়ামস।