আফগানিস্তান ক্রিকেট

বাংলাদেশের পর আফগানিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে ম্যাকডারমট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:20 বৃহস্পতিবার, 18 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানের নতুন ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন শেন ম্যাকডারমট। আসন্ন ফেব্রুয়ারি মাসেই আফগানিস্তান দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যোগ দেবেন বাংলাদেশের সাবেক এই ফিল্ডিং কোচ। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গত বছর ভারত বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন ম্যাকডারমট। ২০২২ সালের সাউথ আফ্রিকা সফর থেকে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ।

বাংলাদেশে অবশ্য সেবারই প্রথমবার ছিলেন না ম্যাকডারমট। এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিসিবি ক্রিকেট একাডেমীর প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এ অস্ট্রেলিয়ান।

২১ বছরেরও বেশি সময় ধরে কোচিং অভিজ্ঞতা রয়েছে ৪৩ বছর বয়সী ম্যাকডরমটের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত শ্রীলংকা দলের ফিল্ডিং কোচ এবং শ্রীলংকা 'এ' দলের প্রধান কোচ ছিলেন তিনি।

এরপর অস্ট্রেলিয়া সিনিয়র দলের অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেন তিনি। এ ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং ক্রিকেট তাসমানিয়ার সাথে বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ব্যাটিং কোচ হয়েছে আন্ড্রু পুটিক। জানা গেছে, দ্রুতই পারফরম্যান্স এনালিস্ট নিয়োগ দেবে আফগানিস্তান।