পিএসএল

১৭ ফেব্রুয়ারি শুরু পিএসএল, ফাইনাল ১৮ মার্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 শুক্রবার, 12 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় নির্বাচনের পাশাপাশি টুর্নামেন্টের মাস দেড়েক আগেও টিভি স্বত্ব বিক্রি করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছিল পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) ঘিরে। তবে সেই শঙ্কা আপাতত কেটে গেছে। কদিন আগে পিএসএলের টিভি স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সরকারের সবুজ সংকেত পাওয়ায় পিএসএল আয়োজনে আরও কোনো বাধা থাকছে দেশটির ক্রিকেট বোর্ডের। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। ক্রমশই জনপ্রিয় হয়ে উঠা এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ মার্চ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

পিএসএলের উদ্বোধনী দিনে মাঠে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। যেখানে তাদের প্রতিপক্ষ ২০১৬ এবং ২০১৮ মৌসুমে শিরোপা জেতা ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তানের চারটি শহরে হবে এবারের পিএসএল। করাচি, লাহোর, এবং মুলতানের সঙ্গে আছে রাওয়ালপিন্ডি।

৩৪ ম্যাচের টুর্নামেন্টে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে হবে ১১টি খেলা। যেখানে দুটি এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালও অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম আয়োজন করবে দুটি করে ম্যাচে। মাত্র পাঁচটি ম্যাচ হবে সিটি অব সেইন্টস নামে পরিচিত মুলতানে।

করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতান এবং ইসলামাবাদ ইউনাইটেড তাদের ঘরের মাঠে পাঁচটি করে ম্যাচ খেলবে। পক্ষান্তরে পিন্ডিতে চারটি ম্যাচ খেলবে পেশাওয়ার জালমি। কোয়েটা গ্লাডিয়েটর্স তিনটি করে ম্যাচ খেলবে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মাত্র একটি ম্যাচ খেলতে হবে তাদের। যেখানে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স।

গত আসরের মতো এবারও দুই লেগে হবে পিএসএল। শুরুতে মুলতান এবং লাহোরে হবে ১৪টি ম্যাচ। খেলাগুলো হবে ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর রাওয়ালপিন্ডি এবং করাচিতে হবে পিএসএল। এই দুই স্টেডিয়ামে হতে যাওয়া ১৬টি ম্যাচ মাঠে গড়াবে ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ। প্লে অফের সবগুলো ম্যাচই হবে করাচিতে।