ভারত-সাউথ আফ্রিকা সিরিজ

সাউথ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, নেই চাহারও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:01 শনিবার, 16 ডিসেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

শঙ্কাই সত্য হলো। মোহাম্মদ শামি গোড়ালির চোটের কারণে সাউথ আফ্রিকা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক বিবৃতিতে তারা আরো জানিয়েছে সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আরেক পেসার দীপক চাহার।

বিশ্বকাপে সুযোগ পেয়েই মোহাম্মদ শামি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হন। তবে সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে না থাকলেও টেস্ট স্কোয়াডে তাকে রাখা হয়েছিল। যদিও গোড়ালির চোটের কারণে তাকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। সে সময় বিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়, 'শামির খেলা নির্ভর করছে তার ফিট থাকার উপর।'

বিসিসিআই শামির না খেলার ব্যাপারটি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, 'মোহাম্মদ শামি, যার ফিট থাকার উপর নির্ভর করে টেস্ট সিরিজে অংশগ্রহণ করার কথা ছিলো। তাকে বিসিসিআই মেডিক্যাল টিম (ফিট হওয়ার) ছাড়পত্র দেয়নি। এবং এই ফাস্ট বোলারকে দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে।'

বর্তমানে ভারতের ৭৫ জনের লম্বা বহর সাউথ আফ্রিকায় রয়েছে। সেখান থেকেই শামির বদলী খুঁজে নেয়ার কথা রয়েছে বোর্ডটির। এদিকে এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া চাহার ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। মূলত পারিবারিক কারণেই তার এমন সিদ্ধান্ত।

চাহার সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর বাংলাদেশের বিপক্ষে। এছাড়া চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন তিনি। নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় ইতোমধ্যে তার বদলিও খুঁজে নিয়েছে ভারতের নির্বাচক কমিটি।

একই বিবৃতিতে বিসিসিআই ব্যাপারটি নিশ্চিত করে বলে, 'দীপক চাহার বিসিসিআইকে জানিয়েছেন যে পারিবারিক চিকিৎসার জরুরী অবস্থার কারণে তিনি আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না। পুরুষদের নির্বাচক কমিটি তার বদলি হিসাবে আকাশ দীপের নাম দিয়েছে।'