বিগ ব্যাশ

বিগব্যাশে খেলার অনুমতি পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:40 সোমবার, 04 ডিসেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||


মেলবোর্ন স্টার্সের হয়ে এবারো বিগব্যাশ মাতাবেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনাপত্তিপত্র দিতে দেরি করায় বিগব্যাশে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে অনাপত্তিপত্র পেলেন এই পাকিস্তানি পেসার। তিনি ছাড়াও জামান খান ও উসামা মীর পেয়েছেন বিগব্যাশের ছাড়পত্র।

হারিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চাননি। এ কারণে তাকে টেস্ট দলেও রাখেনি পাকিস্তান দলের নির্বাচকরা। পরে জানা যায় টেস্টে অনভিজ্ঞ হওয়ায় টেস্ট খেলতে চাননি হারিস। মূলত সাদা বলে নিজেকে আরো পরিপক্ত করতে তার এমন সিদ্ধান্ত। অবশ্য এর কদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে পাকিস্তানের।

সেই সিরিজকে মাথায় রেখে বিগব্যশে হারিসকে মাত্র পাঁচটি ম্যাচ খেলার অনুমতি দিয়েছে পিসিবি। ফলে বিগব্যাশের শেষভাগে এই পেসারকে দলে পাবে না স্টার্সরা। হারিসের মত পাকিস্তানি স্পিনার উসামাও পেয়েছেন মাত্র চারটি ম্যাচ খেলার অনুমতি। ফলে সিডনি থান্ডার্সের হয়ে খেলা এই স্পিনারকেও টুর্নামেন্টের শেষ ভাগে দেখা যাবে না।

এদিকে হারিসের সঙ্গে একই দল মেলবোর্ন স্টার্সে খেলবেন জামান। তাকেও বেঁধে দেয়া হয়েছে নির্দিষ্ট ম্যাচ। তবে হারিস, উসামাদের থেকে এক ম্যাচ বেশি খেলার অনুমুতি পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। আগামী ৭ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে এই ম্যাচগুলো খেলবে তারা।

অবশ্য কিছুদিন আগেই নবনিযুক্ত পাকিস্তান টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ বলেছিলেন, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সকল পাকিস্তানি ক্রিকেটারদের অগ্রাধিকার হওয়া উচিত জাতীয় দল। এরপর ফ্র্যাঞ্চাইজি লিগ। বর্তমানে হারিস পিসিবির কেন্দ্রীয় চুক্তি 'বি' ক্যাটাগরিতে রয়েছেন। জামান এবং উসামা আছেন সর্বনিম্ন 'ডি' ক্যাটাগরিতে।