বিগ ব্যাশ

বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ালেন ব্রুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:53 বৃহস্পতিবার, 16 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুক। সাত ম্যাচ খেলার সুযোগ থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

ড্রাফট থেকে বিদেশি কোটায় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্রুককে দলে নিয়েছিল মেলবোর্ন স্টারস। তবে এবারের আসরে তাকে পাচ্ছে না দলটি। কদিন পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। যেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলবেন ব্রুক।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ২০২৪ সালের শুরুতে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেতে হবে তাকে। এই দুই সিরিজের মাঝে সাত ম্যাচে মেলবোর্নের হয়ে খেলতে পারতেন তিনি। সাত ম্যাচে তাকে পাওয়ার আশায় বুক বাঁধছিল মেলবোর্ন। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বিগ ব্যাশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রুক।

তরুণ এই ক্রিকেটারকে না পাওয়া নিয়ে মেলবোর্নের জেনারেল ম্যানেজার ব্লেইর ক্রাউচ বলেন, ‘হ্যারি ব্রুক বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ানোয় আমরা স্বাভাবিকভাবেই হতাশ। কিন্তু আমরা তার সিদ্ধান্তটা বুঝতে পারছি। কারণ বিগ ব্যাশে খেললে তার ওয়ার্কলোড বেড়ে যাবে।’

‘হ্যারি প্রথম তিনটা ম্যাচ মিস করতো। যে কারণে ক্লাব ওই সময়ের জন্য তার বিকল্পও ঠিক করে রেখেছিল।বর্তমানে কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট টুর্নামেন্টের জন্য কাকে নেয়া যায় সেটা নিয়ে আলোচনা করছে। চূড়ান্ত হলেই আমরা তাদের নাম ঘোষণা করব।’

সবশেষ আসরে বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। সেবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার কথা ছিল তার। এবার নাম সরিয়ে নিলেন স্টারসের ক্রিকেটার ব্রুক। এদিকে শুধু স্টারসই না বিপাকে পড়তে হতে পারে পার্থ স্কচার্স এবং সিডনি সিক্সার্সকে।

স্কচার্সের হয়ে খেলার কথা থাকা জ্যাক ক্রলি ডাক পেয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে। এদিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে রয়েছেন রেহান আহমেদ। তরুণ এই স্পিনারের খেলার কথা রয়েছে সিক্সার্সের হয়ে। জানুয়ারিতে হতে যাওয়া ভারত সফরেও থাকতে পারেন তারা দুজন। বিগ ব্যাশ শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। যার ফাইনাল হবে ২৪ জানুয়ারি।