বিশ্বকাপ

সেমিতে যেতে অন্য দলের ওপর নির্ভর করতে রাজি নন উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:06 রবিবার, 05 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে সেমি ফাইনাল খেলতে দলগুলোকে অন্তত ৫ থেকে ৬ টি ম্যাচ জিততে হতো। এমন সমীকরণ মেলাতে আসরের শুরুটা বেশ ভালো ভাবেই করেছিল নিউজিল্যান্ড। তবে একের পর এক ইনজুরি ও হঠাৎ ছন্দ পতনে দলটির সেমির পথ এখন কিছুটা জটিল। তবে গ্রুপ পর্ব পাড়ি দিতে অন্য কোনো সমীকরণ নয়, বরং নিজেদের কাজটা ঠিক ভাবে করতে চান দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই ৯ উইকেটের বিশাল জয় পায় কিউইরা। এরপর টানা চার জয়ে দুই সপ্তাহ পয়েন্ট তালিকার শীর্ষে ছিল নিউজিল্যান্ড। 'সেমিতে যাবে সহজেই', এমন সমীকরণ থেকে দলটির শঙ্কা এখন শীর্ষ চারে টিকে থাকার। ভারতের বিপক্ষে পরাজয়ের পর থেকে দলটি হারের বিত্ত থেকেই বের হতে পারছে না। গতকাল পাকিস্তানের বিপক্ষেও বৃষ্টি আইনে ২১ রানে হেরেছে তারা।

সেমিফাইনাল নিশ্চিত করতে গতকাল পাকিস্তানের বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল কিউইদের। এমন ম্যাচ শুরুটাও দারুণ করেছিল তারা। নির্ধারিত ৫০ ওভারে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি ও উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবে ৪০৩ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। তবে ফখর জামানের সেঞ্চুরি ও বৃষ্টির মারপ্যাঁচে ২১ রানে হারতে হয় কিউইদের। তবে রান রেটে এগিয়ে থাকলেও জয় দিয়ে সেমি নিশ্চিত করতে চান উইলিয়ামসন।

উইলিয়ামসন বলেন, 'হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের (সামনে এগিয়া যাওয়ার) পদ্ধতিটি একই থাকবে। আমরা সাধারণভাবেই কোনও দলের উপর নির্ভর থাকতে পারি না, বিশেষত যখন আপনি রান রেট ও শেষ ম্যাচের জন্য কিছুটা নিচে নেমে যান। আপনি জানেন যে কোনও সময় যে কোনও কিছুই হতে পারে।'

পাকিস্তান ও নিউজিল্যান্ড দু'দলই ৮ ম্যাচের চারটিতে জয় পেয়েছে। তবে রান রেটে কিছুটা এগিয়ে থাকায় এখনও শীর্ষ চারেই অবস্থান করছে কিউইরা। রান রেটে এগিয়ে থাকায় অবশ্য স্বস্তিতে নেই উইলিয়ামসন। ফলে অন্য কোনও সমীকরনের দিকে না তকিয়ে নিজেদের কাজটাই সঠিকভাবে চালিয়ে যেতে চান এই ডানহাতি ব্যাটার। তাই নিজেদের প্রস্তুতির উপরই ফোকাস করতে চান তিনি।

উইলিয়ামসন আরও বলেন, 'সত্য বলতে আমাদের ফোকাস এখনও সেই রকম ক্রিকেটের উপরই আছে, যেভাবে আমরা খেলতে চাই এবং সামনের (ম্যাচগুলোর) জন্যেও মানিয়ে নিতে চাই। এখন পর্যন্ত ইতিবাচক ভাবেই আমরা নিজেদের কাজটা করেছি। তবে কিছু নির্দিষ্ট সময় আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যা এমন টুর্নামেন্টে আপনি সাধারণ ভাবেই আশা করে থাকেন।'

'সুতরাং অন্যরা কি করছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে আমরা যেটা করতে পারি সেটা হলো পরবর্তী খেলায় নিজেদের ফোকাস করা ও এর জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে পারা।'