জাতীয় লিগ

শেষ ওভারে ৩ উইকেট নিয়ে খুলনার অপেক্ষা বাড়ালেন হাসান মুরাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 শনিবার, 21 অক্টোবর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনেই জয়ে সুযোগ ছিল খুলনা বিভাগের সামনে। যদিও মন্থর গতিতে খেলা এগিয়ে নিচ্ছিল তারা। এর মধ্যে দিনের শেষ ওভারে ৩ উইকেট নেন হাসান মুরাদ। ফলে ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নামা খুলনার সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১০২ রানে। ম্যাচ জিততে শেষদিনে খুলনার দরকার ৩১ রান, চট্টগ্রামের প্রয়োজন চার উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। এ দিন শুরুতে খুলনাকে উইকেট এনে দেন সৌম্য সরকার। ২০ রান করা সৈকত আলীকে ফেরান তিনি। কভারে তার ক্যাচটি ধরেন আফিফ হোসেন ধ্রুব।

তিন ওভার পরই ৩২ রান করা ইরফান শুক্কুরকে লেফ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন সৌম্য। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। কেবল শামীম পাটোয়ারি দলটির হয়ে একপাশ আগলে রাখেন।

এনামুল হক বিজয়ের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে তার ব্যাটে আসে ১৩২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৮৪ রান। তারপরের বলে এনামুল হক আশিককে বোল্ড করেন বিজয়। নিজেদের দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম থামে ১৭৫ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ রানের মধ্যেই সৌম্য ফিরে যান। শর্ট থার্ড ম্যান অঞ্চলে পিনাক ঘোষকে ক্যাচ দিয়ে ফাহাদ হোসেনের বলে ফিরে যান এই ওপেনার। দলীয় ৪৮ রানে আশিকের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন বিজয় (১৯)।

তারপর ২০ রান করা অধিনায়ক নুরুল হাসানকে লেগ বিফোর উইকেটে ফিরিয়েছেন হাসান মুরাদ। দিনের শেষ ওভারে ঝলক দেখান এই স্পিনার। অমিত মজুমদারকে ৩৩ রানে বোল্ড করেন তিনি। এক বল পর মোহাম্মদ মিঠুনকেও বোল্ড করেন তিনি।

তারপরের বলে নাহিদুলকে কট এন্ড বোল্ড করে ফেরান হাসান। ২২ বলে ১৯ রান করে শেষ দিন শুরু করবেন আফিফ হোসেন ধ্রুব।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস)- ২৪২/১০ (৭৬.৫ ওভার)
খুলনা বিভাগ (প্রথম ইনিংস)- ২৮৫/১০ (৭৩.৩ ওভার)
চট্টগ্রাম বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ১৭৫/১০ (৬৪.৫ ওভার)
খুলনা বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ১০২/৬ (৩০.৪ ওভার)