Connect with us

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুই দফায় বৃষ্টির বাধায় পড়েছিল বাংলাদেশ। তবুও সেই বাধা টপকে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৩৭ ওভারে। ফলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রানের। এই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এরপর বল হাতে বাংলাদেশের পেসাররা ছিলেন অনবদ্য তবে বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচের বাজে ফিল্ডিং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মূল আসরের আগে কোন ভুলগুলো সুধরে নিতে হবে। মুশফিকুর রহিম একাই ফেলেছেন দুটি ক্যাচ। তার হাতে জীবন পেয়েছেন জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন। তাসকিন আহমেদও সীমানায় সহজ ক্যাচ এগিয়ে নিতে পারেননি। উল্টো চার হয়ে গেছে। ফলে  বিশ্বকাপের আগে ফিল্ডিং নিয়ে নির্ভার হতে পারছে না টাইগাররা। শেষ পর্যন্ত এই ম্যাচে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।


মাঝারি লক্ষ্যে খেলতে মুস্তাফিজুর রহমানের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে তানজিদ তামিমের হাতে ধরা পড়েছেন ৪ রান করা ইংলিশ ওপেনার ডেভিড মালান। ফলে প্রথম ওভারেই উইকেটের স্বাদ পেয়েছে বাংলাদেশ।


মালান ফিরে গেলেও বাংলাদেশের বোলারদের তুলোধোনা করছিলেন জনি বেয়ারস্টো। অবশ্য তাকে বেশিক্ষণ থিতু হতে দেননি মুস্তাফিজ। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম বলেই তাকে বোল্ড করেছেন। ফুলার লেন্থে করা বলে বেয়ারস্টোর লেগ স্টাম্প ভেঙে দিয়েছেন মুস্তাফিজ। ফলে শেষ হয় তার ২১ বলে ৩৪ রানের ইনিংস।

হ্যারি ব্রুককে বেশিক্ষণ থিতু হতে দেননি হাসান মাহমুদ। গুড ল্যান্থের ডেলিভারিতে ব্রুকের অফ স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন এই টাইগার ব্যাটার। ফলে ১৫ বলে ১৭ রানে শেষ হয়েছে ইংলিশ এই ব্যাটারের ইনিংস। এরপর নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার ঝড় থামিয়েছেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে করা শর্ট ডেলিভারিতে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন বাটলার।

সীমানার কাছে সেই ক্যাচ অনায়াসে নিয়েছেন তাওহীদ হৃদয়। ফলে ৩০ রান করেই ফিরতে হয়েছে বাটলারকে। লিয়াম লিভিংস্টোনকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। তাসকিনের লেংথ বলে মিড অফে নাজমুল হোসেন শান্তর ডাইভিং ক্যাচে আউট হয়েছেন লিভিংস্টোন। তার ব্যাট থেকে এসেছে ১১ বলে ৭ রান। শেষদিকে মঈন আলী ৩৯ বলে ৫৬ করে নাসুম আহমেদের শিকার হন। তখন ইংল্যান্ড প্রায় জয়ের দ্বারপ্রান্তে। শেষ দিকে জো রুট ও ক্রিস ওকস ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেন তিনি। ছয় বলে পাঁচ রান করে রিস টপলির বলে ফিরে যান তিনি। লেগ সাইডে এক্সট্রা বাউন্সসহ ধেয়ে আসা বলটি লিটনের ব্যাটে লেগে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে দলে যায়।

লিটন ফেরার পর বেশ ধৈর্য নিয়ে ইনিংস শুরু করেন শান্ত। কিন্তু অল্পতেই ফিরে যেতে হয় তাকে। ১১ বলে দুই রান করে টপলির বলে ফিরে যান শান্ত। ডিপ থার্ড অঞ্চলে ক্যাচটি লুফে নেন গাস অ্যাটকিনসন। ফলে ২৬ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

তারপর তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে স্বস্তি খুঁজে পায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। প্রথম প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ এই ম্যাচেও হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান। কিন্তু দুর্ভাগ্য তার।

৪৪ বলে ৪৫ রান করে মার্ক উডের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিরাজ। মুশফিক ৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে।

মুশফিক ফিরলেও মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংস টানেন মিরাজ। তাকে সঙ্গে নিয়েই ৬২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৩৪ রানের বেশি করতে পারেনি এই জুটি। ২১ বলে ১৮ রান করে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ। ১৩৮ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর বৃষ্টির কারণে লম্বা সময়ের জন্য বন্ধ থাকে খেলা। ঢেকে দেয়া হয় উইকেটও। তবে বৃষ্টির তীব্রতা কমে আসার পর সরিয়ে নেয়া হয়েছে কাভার। ফলে ম্যাচটি আবারও মাঠে গড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। মাঠ পরিদর্শনের পর ম্যাচ ৪০ ওভারে নামিয়ে আনেন আম্পায়াররা। যদিও আম্পায়ারদের এই ঘোষণার খানিক বাদেই আবারও শুরু হয় বৃষ্টি।

এরপর আবারও বৃষ্টি থামলে প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। প্রথম দফায় ১০ ওভার কেটে নিয়েছিলেন আম্পায়াররা। দ্বিতীয় দফায় কাঁটা যায় আরও ৩ ওভার। ফলে ম্যাচ হবে ৩৭ ওভারে। ম্যাচ শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেনি তাওহীদ হৃদয়। স্যাম কারানের স্লোয়ার ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে ব্যাটে বলে হয়নি। বল সোজা চলে যায় শর্ট কাভারে থাকা জো রুটের হাতে। 

একপ্রান্ত আগলে রাখা মিরাজের দারুণ ইনিংস থামিয়েছেন ডেভিড উইলি। মিরাজ পা বাড়িয়ে বড় শটের লক্ষ্যে ছিলেন। তবে উইলির বল ব্যাটে-বলে করতে পারেননি তিনি। পরের বলে নাসুম আহমেদকেও বোল্ড করেছেন উইলি। শর্ট অফ লেন্থ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন এই ব্যাটার। পরের ওভারে শেখ মেহেদীকে ইয়র্কার ডেলিভারিতে বোল্ড করেছেন রিচ টপলি। 

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ১৮৮/৯ (৩৭ ওভার) (মিরাজ ৭৪, মাহমুদউল্লাহ ১৮, তানজিদ ৪৫, তাসকিন ১২*; উইলি ২/২৬, রশিদ ২/২৭)

ইংল্যান্ড-১৯৭/৬  (২৪.১ ওভার) (বেয়ারস্টো ৩৪, রুট ২৬*, বাটলার ৩০, মঈন ৫৬; মুস্তাফিজ ২/২৩, তাসকিন ১/২৪)

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ