Connect with us

বাংলাদেশ ক্রিকেট

ইবাদত এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং: সাকিব


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গতমাসের শেষদিকে হাঁটুতে অস্ত্রোপচার করান ইবাদত হোসেন। হাঁটুর চোটে শেষপর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগার এই পেসারের। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে এই ইবাদতের অনুপস্থিতিই সবচেয়ে বেশি টের পাবেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে পুরো দলই সবচেয়ে বেশি মিস করবে ইবাদতকে।

পুরোপুরি ফিট না থাকার কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তামিম ইকবালেরও। যদিও বাংলাদেশের এই ওপেনারের না থাকার প্রভাব দলে অতটা পড়বে না বলেই মনে করেন সাকিব। তার মতে, ১৫ জনের মধ্যে কেবল ইবাদতই 'মিসিং'।


টি-স্পোর্টসকে তিনি বলেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং। এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, সে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে যে জিনিসটা দরকার ছিল, সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে ইবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয়, এই দলে আর কোনো দুর্বলতা নেই।’


দলের ১৫ জন ক্রিকেটারের ওপরই আস্থা আছে সাকিবের, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’

এদিকে ইবাদত না থাকায় স্বাভাবিকভাবেই অন্য পেসারদের ওপর দায়িত্ব বর্তাবে। ১৫ জনের দলে পাঁচ পেসার হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং তানজিম সাকিব।

এদের সবাইকেই গুরুত্বপূর্ণ মানছেন সাকিব। তবে ভারতের কন্ডিশনে শুরুর দিকে তাসকিন এবং ডেথ বোলিংয়ে মুস্তাফিজ জ্বলে উঠবেন বলেই মনে করেন সাকিব।

তিনি আরও বলেন, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা আলাদা দিক আছে। ভারতের যে উইকেট, আমি মনে করি, সেখানে ডেথ বোলিং আর শুরুর বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ বড় ভূমিকা রাখতে পারে। আর নতুন বলে তাসকিন আমাদের জন্য ভালো কিছু করতে পারে।’

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

সাকিবদের ছাড়াই শুরু হচ্ছে টি-টেন

আর্কাইভ