Connect with us

বাংলাদেশ ক্রিকেট

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিসিবিতে সভা ডাকা হয়েছে। যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ইস্যু নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন নাজমুল হাসান পাপন। সমস্যা সমাধানে সভাতে ডাকা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বোর্ড সভাপতির ডাকে সাড়া দিয়ে মিরপুরে এসে হাজির হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও অস্বস্তিবোধ করছেন। নিজে থেকেই বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও পুরোপুরি ফিট নন। তৃতীয় ওয়ানডের আগে সংবাদমাধ্যমে খবর বের হয় নিজের অস্বস্তির কথা নির্বাচকদের জানিয়েছেন তামিম।


বাংলাদেশের সাবেক অধিনায়ক নির্বাচকদের মনে করিয়ে দিয়েছেন তার পুরোপুরি ফিট না হওয়ার বিষয়টি যেন মাথায় রাখা হয়। তামিমের এমন কথায় চটেছেন সাকিব। ‘আনফিট’ কোন ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপে যেতে চান না অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চান্ডিকা হাথুরুসিংহেও।


গতকাল রাতে তাদের দুজনকে নিজ বাসায় ডেকেছিলেন পাপন। যেখানে মাঝ রাতের সেই আলোচনায় বোর্ড সভাপতিকে সাকিব ও হাথুরুসিংহে জানিয়েছেন তারা ‘আনফিট’ ক্রিকেটারকে দলে নিতে চান না। বিশ্বকাপ দল ঘোষণার আগে তাই বিপাকে পড়েছে বিসিবি। যে কারণে ম্যাচ চলাকালীন মিরপুরে সভা ডেকেছেন পাপন।

সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে মাশরাফিকে। পাপনের ডাকে সাড়া দিয়ে মিরপুরে হাজিরও হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এবার আলোচনা শেষে বিশ্বকাপ দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি এসে কি সমাধান দেন সেটাই আপাতত দেখার বিষয়।

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ