Connect with us

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রধান কোচ পোথাস


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

স্ত্রীর সার্জারি থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোচিং স্টাফে দেখা যাবে না চান্ডিকা হাথুরুসিংহেকে। এই সময়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন নিক পোথাস। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপ খেলে ১৬ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ। ক্রিকেটার কিংবা কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য বাংলাদেশে আসলেও সেই বিমানে দেখা যায়নি হাথুরুসিংহেকে। জানা যায়, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ নয় অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ।


পরিবার সেখানে থাকায় ছুটির সময়টা অস্ট্রেলিয়াতে কাটান তিনি। সিরিজ থাকলেও স্ত্রীর সার্জারির জন্য ছুটি পেয়েছেন লঙ্কান এই কোচ। পারিবারিক সমস্যার কথা বিবেচনা করে তার ছুটিও মঞ্জুর করেছে বিসিবি। ছুটি শেষে ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন হাথুরুসিংহে।


দলের সঙ্গে যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর। ফলে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে থাকবেন না তিনি। দুই ম্যাচের জন্য বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহের সহকারী হিসেবে কাজ করা পোথাস।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে দুই ওয়ানডেতে হাথুরুসিংহে থাকবে না। যেহেতু তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে অন্তবর্তীকালীন কোচ হিসেবে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’

২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। বিশ্রামে থাকায় প্রথম দুই ওয়ানডেতে দেখা যাবে না সাকিক আল হাসান, তাসকিন আহমেদদের। যেখানে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন