সাউথ আফ্রিকা ক্রিকেট

‘ইয়ানসেনের সেরাটা এখনও বাকি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:40 সোমবার, 18 সেপ্টেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারে সাউথ আফ্রিকা। যদিও দলের হেড কোচ রব ওয়াল্টার বলেছিলেন কয়েকটি পরাজয় তাদের মূল্যায়ন করতে পারে না। অবশ্য এরপর ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতাও এনেছেন। সিরিজ নিশ্চিত করার শেষ ম্যাচে মার্কো ইয়ানসেনের অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ জয় করে নেয় প্রোটিয়ারা।

ঘরের মাঠে টানা ব্যর্থতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সে সমালোচনার মুখেই পড়েছিল তারা। তবে ওয়াল্টার নিজের দল নিয়ে ছিলেন আত্মবিশ্বাসী। কারণটা সিরিজ শেষেই দেখা গেলো। ২-০ তে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দলটি। সিরিজ জয়ের পর এভাবে ঘুরে দড়ানোর ব্যাপারে কথা বলেছেন দলটির হেড কোচ।

ওয়াল্টার বলেন, 'আবেগী হয়ে যাওয়া সহজ বিশেষ করে যখন আপনি হেরে যান। কেউ হারতে পছন্দ করে না, সবাই জিততে চায়। কিন্ত পরাজয়ই সব নয়। এটি আপনাকে সম্পূর্ণ গল্পটা বলে না। এটি শুধুমাত্র ভালো ব্যাপারগুলোকে আলাদা করতে সক্ষম হয়। সেই ব্যাপারগুলোই আমরার ঠিক ভাবে ধরতে পারছিলাম না। ফলে আমরা সেই দিকগুলো নিয়েই চিন্তা করেছি এবং সেদিকে নিজেদের মনোযোগ দিয়েছি।'

এদিকে সিরিজ ২-২ ব্যবধানে থাকায় শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে রূপান্তরিত হয়। কিন্ত এমন ম্যাচে সূচনাটা ভালো ছিল না স্বাগতিকদের। অধিনায়ক টেম্বা বাভুমা ফেরেন শূন্য রানেই। দলের টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে ৩১৫ রানের সংগ্রহ পায় তারা। এ দিন দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইয়ানসেন। ৩ ছয় ও ৪টি চারের মাধ্যমে করেন ২৩ বলে ৪৭ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া আরও একবার ইয়ানসেনের তোপের মুখে পড়ে। অজিদের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার দলীয় ১৩৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন। অবশ্য সম্পূর্ণ কৃতিত্ব প্রোটিয়া বোলার ইয়ানসেনের। দলের পাঁচ ব্যাটারকেই ফিরিয়েছেন তিনি। ইনিংসে ৮ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। সিরিজ জুড়ে করেছেন ১৩৪ রান পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট। এমন পারফরম্যান্সে তাকে ঘিরে সম্ভাবনা দেখছেন দলটির কোচ।

ওয়াল্টার বলেন, 'মার্কোর মধ্যে বিশাল সম্ভাবনা রয়েছে। আজ (গতকাল) সম্ভবত আমরা এর কিছুটা উপলব্ধি করেছি। সে ব্যাট ও বলে দলের জন্য অবদান রেখেছিল। তার ঝুলিতে (দলকে দেয়ার মত) অনেক কিছুই আছে। সত্যি বলতে আমার জন্য এটা বেশ আনন্দের যে একই সঙ্গে ব্যাট ও বলে অবদান রেখেছে। তবে ইয়ানসেন জানে এখনও তার সেরাটা দেয়ার বাকি আছে এবং আমি তাকে সেই পর্যন্ত নিয়ে যাব।'