Connect with us

নিউজিল্যান্ড ক্রিকেট

বিশ্বকাপ খেলবেন, এমনটা আশাই করেননি বোল্ট


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এক বছর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রেন্ট বোল্ট। যদিও এই ঘটনার এক বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি, খেলবেন আসন্ন ভারত বিশ্বকাপেও। এমনটা অবশ্য আশা করেননি বোল্ট নিজেও।

মূলত নিজের পরিবারকে সময় দেয়ার কথা ভেবেই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন বোল্ট। গত এক বছর জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন তিনি।


বোল্ট যখন সরে দাঁড়ান, তখনই জানা গিয়েছিল দল যেকোনো পর্যায়ে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে বোল্টের আগে প্রাধান্য পাবেন নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা পেসাররা। আর বোল্ট যদি জায়গা করে নিতে চান, সেক্ষেত্রে পারফরম্যান্সই হবে শেষ কথা। আর তাই বিশ্বকাপে খেলার আশা করেননি বোল্ট নিজেও।


তিনি বলেন, 'বিশ্বকাপের জন্য আমাকে বেছে নেয়ার নিশ্চয়তা কখনোই পাইনি। আমি আশাও করিনি এমনটা হবে। আমাকে এটার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরে আমি খুবই খুশি। আমি আশা করি, আমি এটার মূল্য দিতে পারব এবং টুর্নামেন্টে দলকে আরও সামনে নিতে পারব।

'শেষ দুইবার আমরা যেমনটা করেছিলাম (২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের ফাইনাল)। আমার মনে হয় আমরা এই আসরকে অনেক সামনে ইয়ে যেতে পারব, চূড়ান্ত মঞ্চে নিয়ে যেতে পারব এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।'

এদিকে বোল্টের মতো নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় যাচ্ছেন জিমি নিশামও। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে নেই তিনিও। যদিও নিশামের বিষয়টি কিছুটা আলাদা। তার সঙ্গে যোগাযোগ করে প্রথমে চুক্তি না করার ইচ্ছা পোষণ করে এনজেডসি। পরবর্তীতে চুক্তিতে অন্তর্ভুক্ত করতে নিশামের সঙ্গে আবারও যোগাযোগ করে এনজেডসি, ততদিনে অবশ্য ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিশ্রুতি দিয়ে দেন নিশাম।

 

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শান্তর সেঞ্চুরিতে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

আর্কাইভ