Connect with us

রিজার্ভ ডেতে ভারত-পাকিস্তান ম্যাচ


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টির কথা মাথায় রেখেই ম্যাচের দুদিন আগে যোগ করা হয় রিজার্ভ ডে। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে হলো ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। রোহিত শর্মা-শুভমান গিলের ব্যাটিং ঝড়ের পর কলম্বোতে দাপট দেখিয়েছে বৃষ্টি। খেলা শুরু করে সম্ভব না হওয়ায় ম্যাচটি নিয়ে যাওয়া হয়েছে রিজার্ভ ডেতে। ১১ সেপ্টেম্বর আবারও ব্যাটিংয়ে নামবে ভারত। 

এশিয়া কাপের এবারের আসরে প্রথম দেখায় ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। এই ম্যাচের আগে আরও একবার ভারতের ভয়ের কারণ ছিলেন পাকিস্তানের পেসাররা। কলম্বোর উইকেট থেকে সুইং পেয়েছেন নাসিম, বেশ কয়েকটি ভালো ডেলিভারি করেছেন শাহীন আফ্রিদিও। তবে তাদের দুজনের কেউই পাকিস্তানকে উইকেট এনে দিতে পারেননি। সুযোগ তৈরি হলেও সেটা লুফে নিতে পারেনি তারা।


আগের ম্যাচে ব্যাট হাতে ধুঁকতে থাকা শুভমান গিল এদিন শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। স্ট্রাইক রোটেট করতে না পারলেও শুরু থেকেই বাউন্ডারি মেরেছেন তরুণ এই ওপেনার। পাওয়ার প্লেতে ৬১ রান যোগ করেছেন গিল ও রোহিত। পাওয়ার প্লে শেষ হওয়ার পর পাকিস্তানের বোলারদের উপর চড়াও হতে থাকেন রোহিত। বিশেষ করে শাদাব খানের বলে দ্রুত রান তুলেছেন ভারতের অধিনায়ক। 


২ ছক্কা ও এক চারে শাদাবের প্রথম ওভারেই ১৯ রান তুলেছে ভারত। এদিকে ৩৯ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন গিল। পরের ওভারে শাদাবের প্রথম বলে ছক্কা মেরে রোহিত পঞ্চাশ ছুঁয়েছেন ৪২ বলে। তারা দুজনে মিলে ভারতকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। রোহিত ও গিলের জুটি ভাঙেন শাদাব। ডানহাতি এই স্পিনারের ঝুঁলিয়ে দেয়া বলে এক্সট্রা কভার দিয়ে খেলতে চেয়েছিলেন রোহিত। তবে লং অফে গিয়ে ধরা পড়তে হয় ৫৬ রান করা এই ব্যাটারকে। 

৮ বলের ব্যবধানে আউট হয়েছেন গিলও। শাহীন শাহ আফ্রিদির গুড লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তরুণ এই ওপেনার। গিল আউট হয়েছেন ৫৮ রানের ইনিংস খেলে। দুই ওপেনার হারানোর পর ভারতকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে বৃষ্টি কারণে খুব বেশি সময় ব্যাটিং করার সুযোগ মেলেনি তাদের দুজন।

ইনিংসের ২৫তম ওভারে হানা বৃষ্টি। যা লম্বা সময় খেলা বন্ধ রেখেছে। বৃষ্টি থামলেও এখন অবদি শুরু করা যায়নি খেলা। বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠ পর্যবেক্ষণে নেমেছিলেন আম্পায়াররা। তবে সেখান থেকে কোন সুখবর মেলেনি। আবারও মাঠ রাত সাড়ে ৮ টা নাগাদ আবারও মাঠ পর্যবেক্ষণ করেন তারা। ম্যাচ শুরুর সম্ভাবনা তৈরি হলেও আবারও শুরু হয় বৃষ্টি। ফলে ম্যাচটি রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের খেলা ২৪.১ ওভার থেকে ১১ সেপ্টেম্বর আবারও শুরু হবে খেলা।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত- ১৪৭/২ (২৪.১ ওভার) (গিল ৫৮, রোহিত ৫৬, রাহুল ১৭*, কোহলি ৮*)

সর্বশেষ

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বাসের ভেলায় চড়ে শান্তদের নিউজিল্যান্ড বধ

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

তিন সংস্করণে রোহিতকেই নেতৃত্বে চান গাঙ্গুলি

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘এখন ভালো কথা হবে, এক ম্যাচ খারাপ করলে আবার সমালোচনা হবে’

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

নারী আইপিএলের ড্রাফটে বাংলাদেশের ২ ক্রিকেটার

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আইপিএলের নিলামে ১ হাজার ১৬৬ ক্রিকেটার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আফসোস আছে কিন্তু কথা বলতে চাই না’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

৭ উইকেট হারিয়েও আশা ছাড়ছে না নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

আর্কাইভ