পিএসএল

সাফল্য পেয়েও চাকরি হারালেন ফ্লাওয়ার, বদলি রেহমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:21 বৃহস্পতিবার, 07 সেপ্টেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ তিন আসরেই ফাইনালে খেলেছে মুলতান সুলতান। একবার শিরোপাও জিতেছে অ্যান্ডি ফ্লাওয়ারের দল। তবুও মুলতানের প্রধান কোচের চাকরি হারালেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। তার বদলি হিসেবে মুলতানের দায়িত্ব নিলেন আব্দুল রেহমান।

বছর পাঁচেক আগে মুলতানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ফ্লাওয়ার। প্রথম দুই আসরে তেমন সাফল্য না পেলেও পরের তিন মৌসুমে মুলতান ছিল দুর্দান্ত। পিএসএলের সবশেষ তিন আসরেই ফাইনাল খেলেছে তারা। ফ্লাওয়ারের অধীনে ২০২১ সালে শিরোপাও জিতে মুলতান।

পুরো সময়টায় ফ্লাওয়ারের সহকারী কোচ হিসেবে ছিলেন রেহমান। ফ্লাওয়ারের সঙ্গে ২০১৮ সালে যোগ দিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারের চাওয়াতেই মুলতানের সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন রেহমান। মুলতান ফ্লাওয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেহমানের কাঁধে প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে।

রেহমানকে দিয়ে মুলতান উপকৃত হবে বলে মনে করেন ফ্লাওয়ার। তিনি বলেন, ‘গত পাঁচ বছর মুলতান সুলতানসের জন্য দারুণ একটা জার্নি ছিল। এটার অংশ হতে পেরে আমি গর্বিত। যখন আমি সুলতানসে যোগ দিতে রাজি হয়েছিলাম তখন আমার প্রথম অনুরোধ ছিল আব্দুল রেহমানকে আমার সহকারী হিসেবে নেয়া। সে একজন ব্যতিক্রমধর্মী কোচ এবং একেবারে পেশাদার। আমি আত্মবিশ্বাসী যে দল তার দ্বারা উপকৃত হবে।’

ফ্লাওয়ারের লিগ্যাসি এগিয়ে নেয়ার সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছেন বর্তমানে পাকিস্তানের সহকারী কোচ হিসেবে কাজ করা রেহমান। তিনি বলেন, ‘মুলতান সুলতানসের হয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের লিগ্যাসি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছি।’

এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রধান কোচের চাকরি হারিয়েছেন ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের অধীনে নিজেদের প্রথম দুই মৌসুমেই প্লে-অফ খেলেছে লক্ষ্ণৌ। তবুও তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি তারা। লক্ষ্ণৌর চাকরি হারালেনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফ্লাওয়ার।