এলপিএল

সাকিব-লিটনদের অপেক্ষায় রেখে ফাইনালে ডাম্বুলা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 বৃহস্পতিবার, 17 আগস্ট, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বোলিংয়ে এসেই গল টাইটান্সকে উইকেট এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। আভিস্কা ফার্নান্দোকে ফেরালেও ডাম্বুলা অরার জয় আটকাতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। ১৪৭ রান তাড়ায় ডাম্বুলার কাজটা সহজ করেছেন ৪৯ রান করা কুশল মেন্ডিস এবং ৫৩ রানের ইনিংস খেলা কুশল পেরেররা। গলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ডাম্বুলা। তাতে করে করে অপেক্ষা বাড়ল সাকিব-লিটন দাসদের। ফাইনালে যেতে হলে কোয়ালিফায়ারে জিততে হবে তাদের।

কলম্বো ১৪৭ তাড়ায় শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার আভিস্কা ও মেন্ডিস। প্রথম তিন ওভারে তারা দুজন মিলে যোগ করেন ২৯ রান। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন গলের অধিনায়ক দাসুন শানাকা। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন সাকিব। প্রথম দুই বলে কোন রান না দিলেও তৃতীয় বলে চার হজম করতে হয় তাকে।

সাকিবের তৃতীয় বলে তেমন কোন টার্নই ছিল না। সুযোগ বুঝে ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে চার মারেন আভিস্কা। বাঁহাতি এই স্পিনারের পরের বলেও একই চেষ্টা করেছিলেন লঙ্কান এই ওপেনার। তবে তাকে সফল হতে দেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। আগের বলটা খানিকটা ভেতরে থাকলেও এবার একটু সামনে ঝুঁলিয়ে দিয়েছিলেন সাকিব।

ফাঁদে পড়ে এগিয়ে আসেন আভিস্কা, বাইরের দিকে ৬ ডিগ্রি টার্ন করায় বলের লাইন মিস করেন।দ্রুততার সঙ্গে গ্লাভস বন্দি করে আভিস্কাকে স্টাম্পিং করেন লিটন। এরপর আরও তিন ওভার বোলিং করেছেন
সাকিব, তবে উইকেটের দেখা পাননি। সব মিলিয়ে চার ওভারে ২৩ রান খরচ করেছেন সাকিব, উইকেট পেয়েছেন একটি।

ডাম্বুলার ব্যাটারদের বাড়তি চ্যালেঞ্জ ছুঁয়ে দিতে না পারায় নিজেদের ফাইনাল নিশ্চিত করেন মেন্ডিস ও পেরেরা। শেষ ওভার পর্যন্ত খেলা গেলেও কখনই ম্যাচে ছিল গল। দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েই সাজঘরে ফেরেন মেন্ডিস ও পেরেরা। গলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাকিব, শানাকা, তাবরাইজ শামসি এবং সেকুগে প্রসন্ন।

এর আগে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে গল। তাদের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ক্রুসপুল্লে। বোলিংয়ে এক উইকেট নেয়া সাকিব ব্যাটিংয়ে ৩ চারে ১৭ বলে করেছেন ১৯ রান। সাকিবের এমন পারফরম্যান্সের দিনে আরও একবার ব্যর্থ লিটন।

তিনে সুযোগ পেলেও ৮ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। নিজের অভিষেক ম্যাচেও ১ রানের বেশি করা হয়নি লিটনের। তাতে করে এলপিএলের নিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। নিজেকে প্রমাণের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারেও সুযোগ পেতে পারেন লিটন।