বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

'সবুজ উইকেট' দেখতে মিরপুরে হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 16:57 সোমবার, 12 জুন, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আফগানিস্তান বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের আগে আলোচনার বড় অংশ জুড়ে মিরপুরের উইকেট। স্পিনে শক্তিশালী আফগানিস্তানকে টেক্কা দিতে উইকেট নিয়ে এবার ভিন্ন ধরণের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল। তাই তো সবুজে ঘেরা উইকেটের হাল দেখতে বিকেল ৫টা নাগাদ মিরপুরে হাজির হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।

সঙ্গে নিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকেও। বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে উইকেটে ঘুরে দেখেন চন্ডিকা। এরপর মিনহাজুল আসলে তাকে নিয়ে উইকেট ঘুরে ঘুরে দেখেন বাংলাদেশের প্রধান কোচ।

৩জন মিলে উইকেট নিয়ে খানিকক্ষণ আলাপ-আলোচনা করেন। এরপর মিনহাজুলের সঙ্গে ড্রেসিংরুমের দিকে চলে যান হাথুরুসিংহে। বৃষ্টির কারণে আজ (মঙ্গলবার) অনুশীলন স্থগিত হয়েছিল বাংলাদেশ দলের। তবে মুশফিকুর রহিম এককভাবে অনুশীলন করেছেন। এছাড়া লিটন দাস এসেছিলেন সংবাদ সম্মেলনে।

এদিকে বাংলাদেশ দল অনুশীলন স্থগিত করলেও সকাল ১০টা বাজে মিরপুরে অনুশীলন করতে এসেছিল আফগানিস্তান। যদিও বৃষ্টির কারণে বেশীক্ষণ তা চালিয়ে যেতে পারেনি সফরকারীরা। তবে উইকেট দেখেছেন দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

উইকেট নিয়ে আফগান দলের রয়েছে আগ্রহ। তাই তো বাংলাদেশে পা রেখে প্রথম দিনের অনুশীলনে এসেই উইকেট দেখতে চলে আসেন জনাথন ট্রট। উইকেট ডাকা থাকলেও কভার উঠিয়ে দেখেন আফগানিস্তানের প্রধান কোচ। উইকেটে তখনও ছিল তাজা সবুজ ঘাস, যদিও পর দিন তা কিছুটা কমানো হয়েছে। তবুও ২২গজে সবুজের উপস্থিতি দৃশ্যমান।  

উইকেট দেখে ধারণা করা যেতেই পারে স্পিনে শক্তিশালী আফগানদের বিপক্ষে ম্যাচের উইকেটে থাকবে তাজা ঘাসের উপস্থিতি। যদিও ম্যাচের আগের দিন উইকেটের ঘাস আরও কমিয়ে ফেলা হতে পারে। তারপরও একমাত্র টেস্টের উইকেটে যে সবুজ ঘাসের প্রাধান্য থাকবে, তা অনুমান করাই যায়।