বাংলাদেশ- আফগানিস্তান টেস্ট

মিরপুর টেস্টে বিরতি বাড়ানোর চিন্তা বিসিবির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:57 শুক্রবার, 09 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েকদিন প্রচণ্ড দাবদাহে পুড়ছে সারা দেশ। পুড়ছে রাজধানী ঢাকাও। কোথাও কোথাও বৃষ্টি হলেও তাপ দূর করতে পর্যাপ্ত নয় সেটা। আর এমন গ্রীষ্মেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে লড়বে বাংলাদেশ এবং আফগানিস্তান। এই টেস্ট চলাকালে দুই দলের সম্মতিতে বিরতি বাড়ানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই তীব্র গরমেও কঠোর অনুশীলন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১৪ জুন অনুষ্ঠেয় সিরিজের একমাত্র টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে তারা। বারবার বিরতি নিয়ে অনুশীলন সারলেও ম্যাচে নির্ধারিত সময়ের বাইরে বিরতি পাওয়া সম্ভব হবে না ক্রিকেটারদের।

আর সেটা নিয়েই কাজ করছে বিসিবি। দুই দলই যদি ম্যাচ রেফারির কাছে সম্মতি জানায়, তাহলেই কেবল ম্যাচ বিরতির সময় বাড়ানো যায় কিনা তা দেখতে চায় সংশ্লিষ্টরা।

এই ব্যাপারে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘ম্যাচ শুরুর আগে ম্যাচ রেফারি, দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজমার একটা সংক্ষিপ্ত সভায় বসবেন। ম্যাচে বেশি বিরতি দরকার মনে হলে তা নিতে সমস্যা হওয়ার কথা নয়।’

যদিও এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন নাফিস, ‘দেখুন, টেস্টে বাড়তি বিরতি নেওয়া সম্ভব কিনা আমার জানা নেই। কারণ ম্যাচ ছয় ঘণ্টার। বিরতি বাড়ালে দিনের খেলা সমন্বয় করা কঠিন হতে পারে।’

সাধারণত জুন মাসে ঘরের মাঠে টেস্ট খেলে না বাংলাদেশ। ২০১৫ সালে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের পর এবারই প্রথম জুন মাসে ঘরের মাঠে টেস্ট আয়োজন করছে বিসিবি। প্রচণ্ড গরমে ক্রিকেটারদের অসুস্থ হওয়া বা ইনজুরিতে পড়া বা পানিশূন্যতা নিয়ে তাই ভাবতে হচ্ছে বিসিবিকে।