promotional_ad

পাকিস্তানের বিশ্বকাপ জেতার জোর সম্ভাবনা আছে: ইউসুফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান দলে এখন রয়েছে এক ঝাঁক পেসার। দেশটির বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি। দলে রয়েছেন নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের মতো পেসার। তাদের নিয়েই বিশ্বকাপ দল সাজাতে পারে পাকিস্তান দল।


যদিও পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন এই দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন।


promotional_ad

ইউসুফ বলেন, 'পেস বোলিংয়ে আমাদের শাহীন শাহ আফ্রিদি নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে ইহসানউল্লাহ, জামান খান রয়েছে। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।'


পাকিস্তান দলে শাদাব খান, ইমাদ ওয়াসিম মোহাম্মদ নাওয়াজদের মতো বিশ্বমানের তিনজন অলরাউন্ডার আছে। তাদের নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল সাজানো সহজ হবে বলে বিশ্বাস ইউসুফের। পাকিস্তানের ফিল্ডারদেরও প্রশংসা করেছেন তিনি।


সাবেক এই পাকিস্তানি ব্যাটার বলেন, 'সাদা বলের ক্রিকেটে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আমাদের তিনজন ব্যাটার আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে রয়েছে। ইমাদ ওয়াসিম ফিরে এসেছে। শাদাব ও মোহাম্মদ নাওয়াজও ভালো। আমাদের তিনজন বিশ্বমানের অলরাউন্ডার রয়েছে। আমাদের ভালো ফিল্ডারও রয়েছে।'


ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে যাবে পাকিস্তান। ইউসুফও মনে করেন বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে তাদের। তিনি বলেন, 'আমি মনে করি আমাদের বিশ্বকাপ জেতার খুব ভালো সম্ভাবনা রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball