Connect with us

বাংলাদেশ ক্রিকেট

রশিদ ওয়ানডে ও টেস্টে আহামরি বোলার নয়: আকরাম খান


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১০ জুন ঢাকায় আসছে আফগানিস্তান দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হতে পারেন আফগান স্পিনার রশিদ খান।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন এই আফগান তারকা। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আফগানিস্তান দল এখন ব্যস্ত শ্রীলঙ্কা সিরিজে। ইনজুরির কারণে এই সিরিজে নেই রশিদ।


অবশ্য বাংলাদেশ সফরে যে তিনি আসছেন সেটা প্রায় নিশ্চিত। আফগান স্পিনার টি-টোয়েন্টিতে হুমকি হলেও ওয়ানডে বা টেস্টে তাকে এতোটা বড় হুমকি মনে করেন না বিসিবি পরিচালক আকরাম খান। রশিদের ভয়ে ভিন্ন ধরনের উইকেটে খেলার পরিকল্পনাকেও ভালো মনে করছেন না তিনি।


এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, সে ধরনের উইকেট চাইতাম। আর রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ও রকম আহামরি পারফরম্যান্স নাই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।'

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সব সময়ই স্পিন বান্ধব উইকেটে খেলে থাকে বাংলাদেশ। তবে সিলেট ও চট্টগ্রামের উইকেট থাকে কিছুটা ব্যাটিং বান্ধব। আকরাম মনে করেন বাংলাদেশ গত ১২ মাসে যেমন উইকেটে খেলেছে, আফগানস্তানের বিপক্ষেও তেমন উইকেটে খেলা উচিত।

আকরাম খান বলেন, ‘উইকেট তো আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে।’

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন