ইংল্যান্ড- আয়ারল্যান্ড সিরিজ

পোপের ডাবল ও ডাকেটের ১৮২ রানের পর টাংয়ের ৩ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:00 শনিবার, 03 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেও ব্যাটে-বলে রাজত্ব করেছে ইংল্যান্ড। দলের রান উৎসবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন অলি পোপ। ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থেমেছেন বেন ডাকেট। জো রুটও পেয়েছেন হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে আইরিশদের ১৭২ রানের জবাবে চার উইকেটে ৫২৪ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জস টাংয়ের তোপের মুখে পড়েছে আইরিশরা। তিন উইকেটে ৯৭ রান তুলে দ্বিতীয় দিন কোনোমতে শেষ করেছে তারা। ইনিংস পরাজয় এড়াতে সফরকারীদের দরকার আরও ২৫৫ রান, হাতে সাত উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুর ভাগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে জোড়া শিকার করেন টাং। পিটার মুরকে (১১) এলবিডব্লিউ করার পর অ্যান্ডি বালবির্নিকে (২) বিদায় করেন তিনি।

কিপারের গ্লাভসে বন্দী হয়ে বিদায় নেন আইরিশ দলপতি। এর একটু পর অ্যাঙ্কেলে আঘাত পেয়ে ক্রিজ ছেড়ে যান ১২ রান করা জেমস ম্যাককলাম। টিকতে পারেননি পল স্টার্লিংও। ১৫ রানে থাকা অবস্থায় তাকে কট বিহাইন্ড করেন টাং।

লর্কান টাকারকে (২১*) নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন ইনফর্ম হ্যারি টেক্টর (৩৩*)। ৩৪ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তারা।

এর আগে এক উইকেটে ১৫২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। এ দিনও দ্রুতগতিতে রান তুলতে থাকে তারা। ২৫২ রানের অসাধারণ এক জুটি গড়েন ডাকেট এবং পোপ। এই ১৭৮ বলে ১৮২ রান তুলে গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে ফেরেন ডাকেট।

এরপর রুটের সঙ্গে ১৪৬ রানের জুটি গড়েন পোপ। ৫৯ বলে ৫৬ রান তুলে ফিরে যান রুট। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ডাবল সেঞ্চুরির পর ফিরে যান পোপও। ম্যাকব্রাইনের বলে স্টাম্পিং হওয়ার আগে ২০৮ বলে ২০৫ রান করেন তিনি।

ইনিংসে ছিল ২২টি চার ও তিনটি ছক্কার মার। এরপরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পোপের ২০৭ বলে করা ডাবল সেঞ্চুরিটি ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্রুততম। ১৯৮২ সালে ওভালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ইয়ান বোথামের ২২০ বলে দ্বিশতক ছিল আগের রেকর্ড।