Connect with us

শ্রীলঙ্কা - আফগানিস্তান সিরিজ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে আফগানিস্তান


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টপ অর্ডার ব্যর্থ হলেও চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা মিলে শ্রীলঙ্কাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। তবে বল হাতে আফগানিস্তানের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারেননি মাথিশা পাথিরানা-কাসুন রাজিথারা। তাতে ইবরাহিম জাদরানের ৯৮ ও রহমত শাহর হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে আফগানরা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল হাসমতউল্লাহ শহীদির দল।

হাম্বানটোটায় জয়ের জন্য ২৬৯ রান তাড়া করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। ইবরাহিমের সঙ্গে গুরবাজের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লাহিরু কুমারা। ডানহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরের ফেরেন ১৪ রান করা গুরবাজ। ডানহাতি এই উইকেটকিপার ফেরার পর আফগানিস্তানকে টেনেছেন ইবরাহিম ও রহমত।


দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইবরাহিম। সেঞ্চুরির খুব কাছেও ছিলেন তিনি। তবে তিনে আফগান ওপেনারকে সেঞ্চুরি করতে দেননি রাজিথা। ডানহাতি এই পেসারের বলে অফ স্টাম্পের বাইরের বলে স্কয়ার লেগ দিয়ে খেলতে সামারাবিক্রমার হাতে ধরা পড়েন ৯৮ রান করা ইবরাহিম।


তার বিদায়ে ভাঙে রহমতের সঙ্গে ১৪৬ রানের জুটি। তাদের দুজনের সেই জুটিতেই অবশ্য জয়ের ভিত গড়ে আফগানিস্তান। ইবরাহিম ফেরার পর ৭৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন রহমত। যদিও পঞ্চাশ পেরোনোর পর ইনিংস বড় করতে পারেননি। পাথিরানাকে উইকেট দিয়ে সাজঘরে ফিরেছেন ৫৫ রান করা এই ব্যাটার।

ইবরাহিম ও রহমত ফিরলেও সহজেই জয় পেয়েছে আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ ৩৮ রান করে বিদায় নেয়ার পর আফগানদের জয় নিশ্চিত করেছেন নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি। ১৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পাওয়ার ম্যাচে নবি ২৭ আর নাজিবুল্লাহ অপরাজিত ছিলেন ৭ রানে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসকে আউট করে আফগানদের দারুণ শুরু এনে দেন ফজলহক ফারুকী। থিতু হওয়ার পর পাথুম নিশানকা বিদায় নিয়েছেন আর অ্যাঞ্জেলো ম্যাথিউস সাজঘরে ফিরেছেন দ্রুতই।

এরপর অবশ্য লঙ্কানদের পথ দেখিয়েছেন আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা। ৫৭ বলে হাফ সেঞ্চুরি করা আসালঙ্কা আউট হয়েছেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। এদিকে হাফ সেঞ্চুরি পাওয়া আরেক ব্যাটার করেছেন ৫১ রান। শেষ পর্যন্ত ২৬৮ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। আফগানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ও ফরিদ আহমদ।

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন