অ্যাশেজ

'আগে দলে জায়গা পাক', ব্রডকে ওয়ার্নারের খোঁচা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:34 শুক্রবার, 02 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ৫ টেস্টে ৭ বার স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন ডেভিড ওয়ার্নার। এখনও পর্যন্ত ব্রডের বলে ১৪ বার উইকেট দিয়েছেন তিনি। নির্দিষ্ট কোনো বোলারের বিপক্ষে ওয়ার্নারের এটাই সর্বোচ্চবার আউট হওয়ার রেকর্ড।

অস্ট্রেলিয়া দল এখন ব্যস্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মাঠে নামবে অজিরা। সিরিজ শুরুর আগে কথার লড়াইয়ে মেতেছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটার।

কদিন আগেই ব্রড জানিয়েছিলেন ওয়ার্নারের বিপক্ষে বল করতে তর সইছে না তার। ব্রডকে খোঁচা দিয়ে ওয়ার্নার জানিয়েছেন আগে ব্রড অ্যাশেজের দলে নিজের জায়গা নিশ্চিত করুক। এরপরই তার বিপক্ষে কীভাবে খেলবেন তার পরিকল্পনা করবেন।

ব্রডকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘সত্যি কথা বলতে, এ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আগে সে দলে জায়গা পাক। এরপর মাঠে নেমে দেখব কীভাবে সামাল দেওয়া যায়।’

বেশ কিছুদিন ধরেই রান খরায় ভুগছেন ওয়ার্নার। এমন পারফরম্যান্সের পর টেস্ট দলে ওয়ার্নারের জায়গা হবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে তাকে নিয়েই অ্যাশেজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে জায়গা ধরে রেখেছেন ওয়ার্নার।

অন্যদিকে ব্রড আগের মতো বিধ্বংসী রূপে না থাকলেও নিয়মিত ইংল্যান্ডের হয়ে পারফর্ম করছেন। তাদের লড়াইটা কেমন হবে সেটাই দেখার অপেক্ষায়। ব্রডের বিপক্ষে ওয়ার্নারও আশাবাদী। তিনি বলেন, ‘আশা করি, এবার আমি রান করতে পারব, খেলব ইতিবাচকভাবে।’

এর আগে ওয়ার্নারের সঙ্গে লড়াই নিয়ে ব্রড বলেছিলেন, ‘আবারও ডেভির (ওয়ার্নার) সঙ্গে লড়াইয়ের অপেক্ষায় আছি আমি। সে এমন একজন, যার বিপক্ষে খেলাটা উপভোগ করি। সে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক। আর এ ধরনের ব্যাটসম্যান আমাকে সব সময়ই নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করে।’