Connect with us

মেজর লিগ ক্রিকেট

মেজর লিগে নরকিয়া-জেনসেনদের বোলিং কোচ স্টেইন


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডেল স্টেইনকে। টুর্নামেন্টের প্রথম আসর থেকেই দলটির সঙ্গে কাজ করবেন সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। তাকে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ক্রিকেট ছাড়ার পর থেকে কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন স্টেইন। ইতোমধ্যে কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের পেস বোলিং কোচ হিসেবে। এসএ টোয়েন্টিতেও এই ফ্যাঞ্চাইজির আরেকটি দল সানরাইজার্স ইষ্টার্ন ক্যাপের হয়ে একই দায়িত্ব সামলেছেন স্টেইন।


যারা কিনা টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে। এবার দায়িত্ব সামলাবেন ওয়াশিংটনের বোলিং কোচ হিসেবে। ওয়াশিংটনের জার্সিতে বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন অ্যানরিখ নরকিয়া ও মার্কো জেনসেনের মতো ক্রিকেটার।


এ ছাড়া দলটির হয়ে খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও অ্যাডাম মিলনে এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিয়ম অনুযায়ী মোট ৯ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারকা ক্রিকেটারদের দলে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

দলটির প্রধান কোচ হিসেবে দেখা যাবে গ্রেগ শিপার্ডকে। বর্তমানে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান। ২০১৫ সাল থেকেই তাদের সঙ্গে রয়েছেন গ্রেগ। এর আগে আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের কোচ ছিলেন তিনি।

এবারের মৌসুমে ওয়াশিংটনকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার ময়জেস হেনরিকস। ২০ ওভারের ক্রিকেটে দারুণ অভিজ্ঞ তিনি। বিগ ব্যাশের সবশেষ ৫ মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে দুটি শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। এবার মেজর লিগে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ তার সামনে।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিলিপসকে ফেরালেন নাঈম

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘শান্ত ভালো লিডার, নেতৃত্বের ভেতরের জিনিসগুলো বুঝে’

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রিশাদ-রাকিবুল

আর্কাইভ