Connect with us

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ভারতের ক্রিকেটাররা কদিন আগ পর্যন্ত ব্যস্ত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। সাদা বলে খেলার ১০ দিনের মাথায় লাল বলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি হয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল অবশ্য জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। আইপিএলের মাঝেও তারা ডিউকের লাল বলে অনুশীলন চালিয়েছেন। সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানসিক পরিবর্তনটা বেশ কঠিন মানলেও অক্ষর মনে করেন তাদের হাতে যথেষ্ঠ সময় আছে।


অক্ষর বলেন, 'আমরা আইপিএল শুরুর আগেই এই ফাইনালের সূচি জানতাম। কাজেই আইপিএলের সময়ই আমরা আলোচনা করছিলাম লাল বলের প্রস্তুতি নিতে হবে। আমাদের কাছে লাল বল ছিল, সেগুলো আমরা কাজে লাগিয়েছি। আমরা জানি কখন খেলতে হবে। সাদা বল থেকে লাল বলে আসার মানসিক বদলটা কঠিন কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'


বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিন-মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটার যাদের দল প্লে অফে খেলেনি তারা আরও লম্বা সময় পেয়েছেন নিজেদের মানসিকতা বদলানোর। এ প্রসঙ্গে অক্ষর বলেন, 'যারা আইপিএলে প্লে অফ খেলেনি তাদের হাতে আরও বেশি সময় ছিল। আমার মনে হয় না কোন সমস্যা আছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই নামছি আমরা।'

ভারতের সাধারণত খেলা হয় এসজি বল দিয়ে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ডিউক বলে। ভারতীয় দল এ বিষয়ে আগে থেকেই জানত এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছে বলে জানালেন অক্ষর। তার ভাষ্য,  'তফাৎ হলো ডিউক বলে শাইনটা বেশি সময় থাকে। কিন্তু আইপিএলের সময় আমরা বল অর্ডার করেছিলাম। কাজেই আমরা এটা নিয়ে অনুশীলন করেছি।'

বলের সুইংয়েও থাকে পার্থক্য। অক্ষর মনে করেন ডিউক বলে মেধা ও দক্ষতার প্রয়োগ করতে পারলেই মিলবে উইকেটের দেখা। তিনি বলেন, 'সাদা বল আর লাল বলের সুইচটা এসজি বল আর ডিউক বলে সুইচের মতই। আপনাকে মেধা ও দক্ষতা প্রয়োগ করতে হবে। পরিকল্পনা কাজে লাগাতে হবে। ছন্দে বল করতে হবে। যদি আপনি ভালো জায়গায় বল রাখতে পারেন তাহলে কাজে দেবে।'

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন