বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:48 মঙ্গলবার, 30 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন আজিঙ্কা রাহানে। ১০ ইনিংসে ব্যাট করে ২৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর রাহানে তার হারানো ফর্ম খুঁজে পেয়েছেন বলে মনে করেন দীনেশ কার্তিক।

আইপিএল চলাকালেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ডাক পেয়েছেন রাহানে। সেখানে ভালো করলে ভারতীয় দলে আবারও থিতু হওয়ার সুযোগ রয়েছে ডানহাতি এই ব্যাটারের। কার্তিক মনে করেন আগামী ৬-৮ মাস তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রাহানে বলেন, 'আমি মনে করছি রাহানের তার আগের ফর্ম ফিরে পেয়েছে। তাকে দেখে মনে হচ্ছে বেশ ভালো ছন্দে রয়েছে। তার আত্মবিশ্বাসও রয়েছে। ভারতের বাইরে বিদেশের মাটিতে তার পারফরম্যান্স সবসময়ে খুব ভালো। আগামী ৬-৮ মাস তার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।'

এবারের আইপিএলে রাহানে তার মানসিকতাকে যে পর্যায়ে নিয়ে গেছেন তার প্রশংসা করেছেন কার্তিক। রাহানে ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও রান করার খিদে যেভাবে ধরে রেখেছেন তা প্রশংসনীয় বলে মনে করেন ভারতের এই উইকেটরক্ষক।

কার্তিকের ভাষ্য, 'বিশেষ করে তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফিরে আসার পর ও সিএসকের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যেভাবে সে ব্যাট করেছে, যেভাবে রান করার খিদেটা এখনও রয়েছে, তা অসাধারণ। তার ব্যাটিং দেখে মনে হয়েছে মানসিকভাবে ও দারুণ জায়গায় রয়েছে।'

চলতি বছরের শুরুর ভাগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় পিঠের চোটে পড়েছিলেন শ্রেয়াস আইয়ার। এই চোটের কারণেই সদ্য সমাপ্ত আইপিএলে খেলতে পারেননি ভারতীয় এই ব্যাটার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে আইয়ার ছিটকে গেলে তার বদলি হিসেবে নেয়া হয় রাহানেকে।