এলপিএল

এলপিএল নিলামের দিনক্ষণ নির্ধারণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:46 সোমবার, 29 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৩০ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এই উপলক্ষে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে এবারের এলপিএলের নিলাম। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত ১৫ মে পর্যন্ত এলপিএলের নিলামে নাম লেখানোর সুযোগ ছিল। ইতোমধ্যেই নিলামে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক অনেক ক্রিকেটার। তাদের নিয়ে কলম্বোর শাংরি লা হোটেলে অনুষ্ঠিত হবে এবারের নিলাম।

এবারই প্রথম আন্তর্জাতিক মানের হতে যাচ্ছে এলপিএল নিলাম, দাবি এসএলসি'র। প্রতিটি দলই পাঁচ লাখ মার্কিন ডলার নিয়ে নিলামে বসবে। কলম্বো ও ক্যান্ডি- এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।

প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। যেখানে সরাসরি চুক্তিতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি।

আর দেশি ক্রিকেটার হিসেবে গলের হয়ে খেলবেন দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকশে। জানা গেছে সাকিব ছাড়াও মুশফিকুর রহিম এবং আরও তিন বাংলাদেশি ক্রিকেটার এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন।

এদিকে এলপিএলে সরাসরি চুক্তিতে কলম্বোর হয়ে খেলবেন বাবর আজম, নাসিম শাহ, মাথিশা পাথিরানা এবং চামিকা করুনারত্নে। ডাম্বুলার হয়ে খেলতে দেখা যাবে ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস, লুঙ্গি এনগিদি এবং আভিস্কা ফার্নান্দোকে। জাফনাতে ডেভিড মিলার, থিসারা পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ এবং মাহেশ থিকশানা খেলবেন।

ক্যান্ডির হয়ে খেলবেন মুজিব উর রহমান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফখর জামান ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান বেশ কয়েকজন ক্রিকেটার নাম দিয়েছেন এলপিএলের ড্রাফটে।

এই তালিকায় আছেন শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, ইমরান তাহির, মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।