বাংলাদেশ ক্রিকেট

এইচপির ২৫ জনের ক্যাম্পে একঝাঁক নতুন মুখ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:41 মঙ্গলবার, 23 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার (২৪ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। ২৫ ক্রিকেটার নিয়ে মিরপুর হবে প্রথম ধাপের ক্যাম্প।

যেখানে ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাতানো বেশ কয়েকজন ক্রিকেটার। সবচেয়ে বড় চমক হিসেবে আছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিব এবং ফার্স্ট ডিভিশনে নজর কাড়া আরিদুল ইসলাম আকাশ।

২৫ জনের ক্যাম্পে ব্যাটার হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের হয়ে টেস্ট খেলা মাহমুদুল হাসান জয় ও সংক্ষিপ্ত সংস্করণে খেলা শামীম হোসেন পাটোয়ারিকে। এ ছাড়া আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, আইচ মোল্লাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার হিসেবে রাকিবুল হাসানের সঙ্গী হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম, নাঈম আহমেদ, সুলতান এবং নাইম হোসেন সাকিব। ডিপিএলের এবারের আসরে শাইনপুকুরের হয়ে খেলেছেন নাঈম। মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও সাতটি উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার।

এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছেন সুলতান। দলটির হয়ে মাত্র ৯ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ডিপিএলের এবারের মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় তরুণ এই স্পিনার রয়েছেন পাঁচ নম্বরে। এমন পারফরম্যান্সেই এইচপি ক্যাম্পে ডাক পড়েছে তার।

ক্যাম্পে সবচেয়ে বড় চমক আরিদুল ইসলাম। ফার্স্ট ডিভিশন ক্রিকেটে এবার বাজিমাত করেছেন এই স্পিনার। খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে ১৫ ইনিংসে ওভারপ্রতি ৩.৮৭ রান দিয়ে ৩৭ উইকেট নিয়েছেন আরিদুল। যার ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি।

পেসার হিসেবে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতানো নাহিদ রানার সঙ্গে আছেন আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আসাদুল্লাহ আল গালিব। ডিপিএলে গাজী গ্রুপের হয়ে খেলা আসাদুল্লাহ বল হাতে সাফল্য না পেলেও ব্যাট হাতে রান করেছেন। যেখানে একটি অপরাজিত ৮৫ রানের ইনিংসও আছে তার।

উইকেটকিপার আকবর আলীর সঙ্গে রয়েছেন প্রিতম কুমার। তাদের নিয়েই ২৪-৩১ মে মিরপুরে হবে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এরপর ১-৮ জুন রাজশাহীতে হবে ক্যাম্প। সবশেষ ৯-২৬ জুন বগুড়াতে হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। পুরো ক্যাম্পে ব্যাটিং কোচ এবং ক্যাম্পের প্রধান হিসেবে থাকবেন ডেভিড হেম্প।

এইচপি স্কোয়াড:

ব্যাটার- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার- রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব।

পেসার- নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আসাদুল্লাহ আল গালিব।

উইকেটকিপার- আকবর আলী এবং প্রিতম কুমার।