বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

অধিনায়কত্ব নিয়ে এতো নিউজ কেন হচ্ছে বুঝতে পারছি না: লিটন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:05 মঙ্গলবার, 23 মে, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারছেন না সাকিব আল হাসান। ফলে এখন আলোচনার মূল বিষয় আসন্ন টেস্টে বাংলাদেশেকে নেতৃত্বে কে থাকবেন? ক্রিকেট পাড়ায় অবশ্য অধিনায়কত্ব নিয়ে রয়েছে নানা গুঞ্জন!

সহ-অধিনায়ক লিটন দাস নাকি নেতৃত্ব নিতে রাজি নন, এমনকি মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরাও অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন। তবে সব গুঞ্জন উড়িয়ে ক্রিকফ্রেঞ্জিকে লিটন নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তেই তিনি খুশি থাকবেন।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে তামিমের অনুপস্থিতিতে ঘোষিত অধিনায়ক হিসেবেই পুরো ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার নেতৃত্বে বাংলাদেশ ২–১–এ জিতেছিল সেই সিরিজ। এবার লাল বলেও নেতৃত্ব দিতে প্রস্তুত এই ক্রিকেটার। 

ক্রিকফ্রেঞ্জিকে লিটন বলেন, 'না এমন কিছু না। বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি কিছু। আপনারা দুইদিন পরই জানতে পারবেন সবকিছু। তারা আমাকে যোগ্য মনে করলে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।'  

এদিকে অধিনায়ক কে হবেন তা নিয়ে এতো গণমাধ্যমে বাড়তি আলোচনার কারণ খুঁজে পাচ্ছেন না লিটন। নেতৃত্বে কে আসবে না আসবে এই সিদ্ধান্ত তার হাতে নেই। তবে টেস্টে অধিনায়কত্ব করা যে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হবে তা ভালো করেই জানেন লিটন।

ক্রিকফ্রেঞ্জিকে লিটন আরও বলেন, 'প্রথমত এই জিনিসটা নিয়ে এতো নিউজ কেন হচ্ছে এটাই বুঝতে পারছি না। এটা তো সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত, আমি জানি না। এটাতে আমার কোন হাত নেই, আমার কিছু বলারও নেই এখানে। যদি অধিনায়কত্ব করি অবশ্যই এক্সাইটমেন্ট তো থাকবেই, প্রথমবারের মত টেস্ট অধিনায়ক হব... এটা তো বড় অর্জন।' 

সিরিজ সামনে রেখে ২৯মে মিরপুরে শুরু হবে ক্যাম্প। এর আগে ক্রিকেটাররা নিজ নিজ উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। শুরুতে নির্বাচকদের থেকে জানা গিয়েছিল, ২৩ মে দল ঘোষণা করা হতে পারে। তবে তারা আরেকটু সময় নিতে চান।

১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। ১৪-১৮ জুন শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে টেস্টটি। এরপর ভারত সফরে যাবে আফগান দল। ঈদ-উল-আজহার পর ১ জুলাই বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রশিদ-ফারুকিরা।