বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ

পুরোনো কম্বিনেশন আর মিরাজেই আস্থা তামিমের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:38 সোমবার, 08 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় দলের একাদশে কারা খেলবেন, সেটা মোটামুটি নিশ্চিত হয়েই থাকে। যদিও মাঝেমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় টিম ম্যানেজমেন্টকে। তবে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন তামিম ইকবাল। পুরানো কম্বিনেশনগুলোই কাজে লাগাতে চান তিনি।

কন্ডিশন অনুযায়ী সাত বা আট নম্বর পজিশনেই সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ থাকে বাংলাদেশের সামনে। মূলত জাতীয় দলে এই পজিশনের যথার্থ ফিনিশার নিয়ে দুর্ভাবনা ছিলো অনেকদিনের। তবে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে এই দুর্ভাবনার শেষ হয়।

সেই সিরিজে নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়ে বাজিমাত করেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচের সিরিজে ১৪১ রান আসে তার ব্যাটে। বল হাতে চার উইকেট নিয়ে সেই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। আসন্ন এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে সাত নম্বরে মিরাজের কথাই ভাবছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে তামিম বলেন, 'সাত নম্বর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মিরাজ তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই। ওই কম্বিনশেনগুলোই গত সিরিজ বলেন, সামনের কয়েকটা সিরিজে আমরা দেখব।'

৭ নম্বরে মিরাজ খেললে অতিরিক্ত একজন বোলারও পায় বাংলাদেশ। এই কারণে নতুন কম্বিনেশন না ভেবে পুরোনো সমন্বয়ে ভরসা রাখছেন তামিম। অবশ্য অবস্থা বুঝে এই পজিশনগুলোতে অন্য কাউকেও খেলানো যেতে পারে বলে জানান তামিম।

তিনি আরো বলেন, '৬ জন বোলার থাকলে অপশন থাকে। ৫টা বোলারের যেকোন একদিন কারো যদি খারাপ যায়, তাহলে দল এবং অধিনায়কের সুবিধা হয়। এ কম্বিনেশনগুলো আমরা দেখছি। ওই পজিশনের জন্য আমাদের কাঠে ২-৩ জন খেলোয়াড় আছে। দলের পছন্দ অনুযায়ী নেওয়া হবে, কে খেলবে।'