ডিপিএল

রিপন-জয়-নাইমের নৈপুণ্যে শিরোপার দৌড়ে এগিয়ে থাকল আবাহনী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:54 রবিবার, 07 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

রিপন মন্ডলের দারুণ বোলিংয়ের পর নাইম শেখ এবং মাহমুদুল হাসান জয়ের অসাধারণ দুটি হাফ সেঞ্চুরিতে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে আবাহনী। এই জয়ে ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৬। শিরোপার দৌড়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট দলটির।

২৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলে আবাহনী। ২৯ বলে ৩৩ রান করে মাশরাফির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন এনামুল হক বিজয়। দলীয় ১০৪ রানে নাইমের উইকেট হারায় আবাহনী।

৫৬ বলে ৫৬ রান করে তানবির হায়দারের বলে ফিরে যান নাইম। পয়েন্ট অঞ্চলে আশিক উল নাইমকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তারপর ৫৪ রানের জুটি গড়েন জয় এবং আফিফ হোসেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আফিফ এ দিন বেশিদূর যেতে পারেননি।

৩৫ বলে ৩৩ রান করে মুক্তার আলীর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন তিনি। এই ক্যাচটিও লুফে নেন আশিক। তারপর চটজলদি মোসাদ্দেক হোসেন সৈকত এবং জাকের আলী অনিকের উইকেট হারায় দলটি।

আব্দুল হালিমের বলে বোল্ড হন ৭ রান করা মোসাদ্দেক। শূন্য রানে অনিককে কট এন্ড বোল্ড করেন মুক্তার। দলীয় ২১২ রানে জয়ের উইকেটও হারায় আবাহনী। মুক্তারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে করেন ৭৬ বলে ৬৭ রান।

আবাহনীর জয় নিশ্চিত হয় ৪০ ওভারেই! ২৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ। ১০ বলে ১০ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম।

এর আগে ৪৭.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলটির হয়ে ইরফান শুক্কুর ৭২ বলে ৫২, চিরাগ জানি ৫১ বলে ৫০ এবং জাওয়াদ রোয়েন ৬০ বলে ৪৬ রান করেন।

আবাহনীর হয়ে ৪৫ রান খরচায় চার উইকেট নেন রিপন। দুটি উইকেট নেন খুশদিল। একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং তানভির ইসলাম।