promotional_ad

বিশ্বকাপে গৌহাটি-কলকাতায় বেশীরভাগ ম্যাচ খেলবে বাংলাদেশ!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ভারত বিশ্বকাপে গৌহাটি এবং কলকাতায় বেশীরভাগ ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনটাই উঠে এসেছে ভারতের গণমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসে'র করা একটি প্রতিবেদনে। মূলত বাংলাদেশি দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা মাথায় রেখেই টাইগারদের ম্যাচগুলো এসব ভেন্যুতে ফেলতে চাইছে আয়োজকরা।


বাংলাদেশ থেকে কলকাতা এবং গৌহাটির দূরত্ব কম হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে চাইছে আয়োজকরা। জানা গেছে, পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে চেন্নাই এবং বেঙ্গালুরুতে।


promotional_ad

মূলত বাড়তি নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তানের ম্যাচগুলো এই দুই ভেন্যুতে রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। গৌহাটি, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ছাড়াও আরও দশটি ভেন্যুতে ম্যাচ এবং অনুশীলন ক্যাম্প রাখার চিন্তা আছে বিশ্বকাপ আয়োজকদের।


সম্ভাব্য ভেন্যুগুলো হচ্ছে নাগপুর, ত্রিবানড্রাম, মুম্বাই, দিল্লি, লক্ষ্ণৌ, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর এবং ধর্মশালা। টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু হচ্ছে আহমেদাবাদ। এ ছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াইও দেখা যাবে এই ভেন্যুতে।


ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী ৫ অক্টোবরই শুরু হতে পারে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে ভারত কোন কোন ভেন্যুতে খেলতে চায় সেই ব্যাপারে নাকি দলটির ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে আয়োজকরা।


কেবলমাত্র পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া অন্যান্য ম্যাচগুলোতে নিজেদের পছন্দের ভেন্যুতে খেলার সুযোগ আছে স্বাগতিকদের সামনে।


ভারতীয় গণমাধ্যমটির খবর অনুযায়ী বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করবে চলমান আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শেষেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball