Connect with us

বাংলাদেশ - পাকিস্তান সিরিজ

সাকিবের সেঞ্চুরির পরও ১০ উইকেটে হারল বাংলাদেশের যুবারা


প্রকাশ

:

ছবি : বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে যখন ইনিংস হারের শঙ্কা উঁকি দিচ্ছিলো তখন ব্যাট হাতে হাল ধরেন শাহরিয়ার সাকিব। বাংলাদেশের অধিনায়কের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ালেও শেষ পর্যন্ত ১০ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগার যুবাদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ১৬৬ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামেন শাহরিয়ার সাকিব ও একান্ত শেখ। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। এদিকে তাদের জুটি এদিন ১০ ওভার টিকলেও খুব বেশি রান তুলতে পারেননি।


মুহাম্মদ ইসমাইলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আগেরদিন নাইটওয়াচম্যান হিসেবে নামা একান্ত। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১০ রান। একান্ত ফেরার পর জাকারিয়া ইসলাম শান্তকে নিয়ে জুটি গড়েন সাকিব। তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান।


বেশ দেখেশুনে ব্যাটিং করলেও তিন চারে ৫১ বলে ২৩ রানের ইনিংস খেলে আলী আসফান্দের বলে বোল্ড হতে হয় জাকারিয়াকে। তবে ঠিকই সেঞ্চুরি তুলে নেন সাকিব। যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আসফান্দের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন২৩৫ বলে ১০৬ রানের ইনিংস খেলা সাকিব।

প্রথম ইনিংসেও ৪৭ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সুবিধা করতে পারেননি সিয়াম হোসেন দিপু ও পারভেজ রহমান জীবন। বেশ খানিকটা সময় টিকে থাকলেও সেভাবে রান তুলতে পারেননি। এদিকে নয়ে নেমে খানিকটা রান তোলার চেষ্টা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বি।

যদিও ১৫ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। শেষ পর্যন্ত ২৯২ রানে অল আউট হয় বাংলাদেশের যুবারা। পাকিস্তানের হয়ে আসফান্দ চারটি ও আরাফাত মানহাজ নিয়েছেন তিনটি উইকেট। এদিকে পাকিস্তানের যুবাদের লক্ষ্য দাঁড়ায় ২২ রান।

সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৬.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিতে যায় সফরকারীরা। আজান আওয়াইজ ৪ ও শাহজাইব খান ১৯ রান করেছেন। ফলে ১০ উইকেটে জিতে একমাত্র যুব টেস্ট নিজেদের করে নিলো পাকিস্তানের যুবারা।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

হংকংকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এশিয়ান গেমসে নেমেই জায়সাওয়ালের সেঞ্চুরি, লড়ে হারল নেপাল

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এমসিসি'র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন সভাপতি সাঙ্গাকারা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

আর্কাইভ

বিজ্ঞাপন