বাংলাদেশ - আফগানিস্তান সিরিজ
আফগানিস্তানের সঙ্গে এক টেস্ট কম খেলবে বাংলাদেশ

|| ডেস্ক রিপোর্ট ||
জুনে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে ঠাসা সূচির কারণে আফগানদের বিপক্ষে একটি টেস্ট কম খেলবে সাকিব আল হাসানরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে বর্তমানে ইংল্যান্ডের পথে রয়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। এরপর ৫০ ওভারের সংস্করণের এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের।

যার ফলে অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশকে। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট কম খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে জালাল ইউনুস জানিয়েছেন, পরে অন্য কোনো সময়ে হবে টেস্ট ম্যাচটি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘আমরা ওই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবো। শুরুতে দুটি টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের আগে ঠাসা সূচি থাকায় একটি টেস্ট বাদ দিয়েছি। বাদ পড়া টেস্টটি পরে অন্য কোনোও সময় খেলবো। কিন্তু আপাতত একটি টেস্টই হচ্ছে।’

অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপে হলেও এখনও সূচি প্রকাশ করেনি আইসিসি। সূচি প্রকাশ না হওয়ায় বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপের আগে বেঙ্গালুরু কিংবা সংযুক্ত আরব আমিরাতে স্কিল ক্যাম্প করার কথা আছে সাকিব-তামিমদের।

বিদেশি ক্যাম্প করার সম্ভব না হলে দেশের মাটিতেই ক্যাম্প করবে বাংলাদেশ। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ভারত আয়োজক হওয়ায় তাদের সঙ্গে আলোচনা করেই আইসিসি সূচি নির্ধারণ করবে। তখনই জানতে পারবো কোন ভেন্যুতে আমাদের খেলা।’
‘তারপর প্রস্তুতি নিয়ে পরিকল্পনা। বিদেশে ক্যাম্প করতে না পারলে সেটা আমাদের জন্য বড় সমস্যা হবে না। কারণ তার আগে যে ওয়ানডে খেলবো সেসবই প্রস্তুতির অংশ।’