ডিপিএল

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 রবিবার, 02 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ফরহাদ রেজা এবং হাসান মুরাদের অসাধারণ বোলিং এবং মাহফিজুল ইসলাম রবিনের হাফ সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের এই ম্যাচে এ দিন হাসান এবং ফরহাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অগ্রণী। ৪৫.৪ ওভার ব্যাটিং করে ১৬১ রানে অলআউট হয়েছে দলটি।

টস জিতে আগে ব্যাটিং করে ষষ্ঠ ওভারে নাকিব রেজওয়ান শামসের উইকেট হারায় অগ্রণী। ফরহাদ রেজাকে ড্রাইভ করতে গিয়ে জিশান আলমের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে করেন ২ রান।

নিজের পরের ওভারে জাহিদ জাভেদকেও (১) ফেরান ফরহাদ। শর্ট কভারে ক্যাচটি ধরেন হাসান। ১৩তম ওভারে শর্ট ফাইন লেগে নাবিল সামাদের অসাধারণ ক্যাচে ফিরে যান শামসুল ইসলাম অনিক (৩)। এই উইকেটটি নেন হাসান।

নিজের পরের ওভারে ওপেনার আজমির আহমেদকেও ফেরান হাসান। তাকে লফটেড শট খেলতে গিয়ে লং অফে প্রিয়াঙ্ক পাঞ্চালের হাতে ধরা পড়েন আজমির। ফেরার আগে করেন ৪৭ বলে ২৭ রান।

৪২ রানে চার উইকেট হারানো দলটি ৭০ রানের মধ্যে আজিম নাজির কাজির উইকেটও হারায়। এটা ছিল হাসানের তৃতীয় শিকার। তাকে স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন কাজি। তার ব্যাটে আসে ১১ রান।

দলীয় ৮৪ রানে মার্শাল আইয়ুবের (২৫) উইকেট হারানোর পর দলটিকে টেনে তোলেন তারপর অবশ্য নিয়ন্ত্রণ নেন মোহাম্মদ নুরুজ্জামান এবং মোহাম্মদ শরিফুল্লাহ। দুজন মিলে ৬০ রানের জুটি গড়েন।

এই দুজনের নৈপুণ্যে দেড়শ পার হয় অগ্রণীর ইনিংস। এই জুটিও ভাঙেন হাসান। ৩৩ বলে ৩১ রান করে বোল্ড হন শরিফুল্লাহ। ৭০ বলে ৩৮ রান করা নুরুজ্জামানের উইকেট নেন ফরহাদ। তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি।

শাইনপুকুরের হয়ে ৩১ রান খরচায় চারটি উইকেট নেন ফরহাদ। ২৭ রান খরচায় চার উইকেট নেন হাসান।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলে শাইনপুকুর। ২১ বলে ২০ রান তুলে রানআউট হন ওপেনার জিশান। তারপর ৬৯ রানের জুটি গড়েন অমিত হাসান ও রবিন। ৫৮ বলে ৩৬ রান করে জাহিদের বলে বোল্ড হন অমিত।

তারপর আর বিপর্যয় ঘটতে দেননি রবিন এবং প্রিয়াঙ্ক। ৮৭ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন রবিন। ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন প্রিয়াঙ্ক। ৩২.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর।