আইপিএল

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:32 রবিবার, 02 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে লোকেশ রাহুলের দলের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হারে দিল্লি ক্যাপটালস। ম্যাচ শেষে তাই দলের ফিল্ডারদের বাড়তিভাবে সতর্ক করছেন হেড কোচ রিকি পন্টিং।

ম্যাচের শুরুর ভাগে কাইল মায়ার্সের ক্যাচ মিস করেন খলিল আহমেদ। এই ক্যারিবিয়ান ওপেনারের ৩৮ বলে করা ৭৩ রানের ইনিংসে ১৯৩ রানের পুঁজি পায় লক্ষ্ণৌ। আর সেই রান টপকাতে গিয়ে ১৪৩ রানে থামে দিল্লি।

অথচ খলিল যখন মায়ার্সের ক্যাচ মিস করেন, তখন ১৫ বলে ১৪ রানে ছিলেন ক্যারিবিয়ান এই হার্ড-হিটার ব্যাটার। পরের ২৩ বলে ৫৯ রান করেন তিনি। ইনিংসে ছিল দুটি চার ও সাতটি ছক্কার মার। পন্টিংয়ের মতে, প্রথম কয়েক ওভারে খুবই বাজে ফিল্ডিং করেছে তার দল।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে... তাদের যে রান করার কথা তারা এর চাইতে বেশি করে ফেলেছে। আমার মনে হয় না ফিল্ডিংয়ে আজ আমরা নিজেদের সাহায্য করতে পেরেছি। প্রথম চার ওভারে আমাদের ফিল্ডিং খুবই বাজে ছিল।'

'কয়েকটি সুযোগ আমরা হাতছাড়া করেছি। কিছু মিসফিল্ড হয়েছে। এর মধ্যে একটি ছিল মায়ার্সের ক্যাচ, সে এরপর অনেক রান করে ফেলেছে। এটাই আমাদের ম্যাচে পিছিয়ে দিয়েছে।'

আইপিএলের মতো বড় আসরে শিরোপা জিততে হলে খুব বড় ভূমিকা রাখেন কোনো দলের ফিল্ডাররা। দিল্লিকে প্রথম শিরোপা জেতানোর স্বপ্ন দেখা পন্টিং খুব ভালো করেই জানেন সেটা। আর তাই দলের ফিল্ডারদের আরও বেশি ক্ষিপ্র হতে বলছেন তিনি।

এই অস্ট্রেলিয়ান আরও বলেন, 'আইপিএলে কাউকে সুযোগ দেয়ার অর্থ হচ্ছে, আপনি খুব ভালো একজন খেলোয়াড়কে দ্বিতীয়বারের মতো সুযোগ দিচ্ছেন। আর সে (মায়ার্স) এটা পুরোপুরি কাজে লাগিয়েছে। সেই মুহূর্তের পর থেকে সে খুবই আগ্রাসী হয়ে যায়।'

'সে আমাদের স্পিন বোলিংয়ে আক্রমণ চালিয়েছে। স্পিনে সে খুবই ভালো। তাই এটা আমাদের জন্য বড় শিক্ষা। আমরা জানি, ফিল্ডিংয়ে আমাদের আরও বেশি ক্ষিপ্রগতির হতে হবে। আপনি এভাবে সুযোগ নষ্ট করতে পারেন না। যদি এমনটা করেন, তাহলে এটাই আপনাকে ভোগাবে।'