Connect with us

আইপিএল

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

নিলাম শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল দল পেলে মাত্র ২৪ দিন আইপিএল খেলার সুযোগ পাবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। তবে নিজের শেষ আইপিএল ভেবে পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

নিজের প্রথম আইপিএলের পুরোটা খেলতে একই পথে হেঁটেছিলেন লিটন। ভিন্নতা ছিল না মুস্তাফিজুর রহমানের আবেদনেও। তবে তিনজনের কারও ক্ষেত্রেই পুরো টুর্নামেন্টের জন্য আবেদন মঞ্জুর করেনি বিসিবি। টেস্ট না খেলায় সাকিব ও লিটনের চেয়ে বেশি কয়েকদিনের জন্য এনওসি পেয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকায় সাকিব ও লিটন এনওসি পেয়েছেন মোটে ২৪ দিনের জন্য। ফলে ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আইপিএল খেলবেন তারা দুজন। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, যেভাবে বিসিবি করেছে, সেভাবেই তারা এনওসি পেয়েছেন।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বোর্ড থেকে আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’



টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ায় আইপিএল খেলতে শনিবার সকাল ৮ টায় চার্টার্ড বিমানে করে ভারত গেছেন মুস্তাফিজ। যদিও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পাননি বাঁহাতি এই পেসার। তবে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মুস্তাফিজের আইপিএল খেলতে যাওয়া নিয়ে সাকিব বলেন, ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেতো তাহলে হয়তো ওর থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক, ও যেহেতু টেস্ট দলে নেই, যেতে পেরেছে আগে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার রাতেই ঢাকায় ফেরেন সাকিব। এরপর সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ডিপিএল খেলতে নামেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বিকেলে ম্যাচ শেষ হওয়ার আগেই ঢাকায় ফেরেন তিনি।

সাকিবকে ঢাকা আনতে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিকেএসপিতে হেলিকপ্টার পাঠানো হয়। সন্ধ্যার পর সাকিব যোগ দিয়েছেন বোনের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। শুধু তাই নয়, মাসখানেক ধরেই মাঠের ক্রিকেট আর বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সাকিব কিভাবে এত কাজ করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার মনে হয় কাজ করতে না পারলে তিনি পাগল হয়ে যাবেন। সাকিব বলেন, ‘আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি এটা। আমার মনে হয় আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাবো।’

সর্বশেষ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ওয়ানডে মেজাজে হেডের সেঞ্চুরি, অপেক্ষায় স্মিথ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে সাকিব

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

আর্কাইভ

বিজ্ঞাপন