promotional_ad

সাব্বির-আল আমিনের নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় রূপগঞ্জের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয়রথ যেন থামছেই না লিজেন্ডস অব রূপগঞ্জের। তারা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে তারা টানা ৬ ম্যাচ জয় তুলে নিয়েছে। শনিবার তারা গাজী গ্রুপ ক্রিকেটারর্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। আল আমিন হোসেনের বোলিং তোপে গাজী গ্রুপ অল আউট হয়েছিল ২৭৭ রানে।


বড় লক্ষ্যে খেলতে নেমে সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগ জানির হাফ সেঞ্চুইতে বড় জয় নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আল আমিনের তোপের মুখে পড়তে হয়েছিল গাজী গ্রুপকে। 


promotional_ad

তারা দলীয় ১৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। নিজের প্রথম ওভার করতে এসে পরপর দুই বলে মেহেদী মারুফ ও ফরহাদ হোসেনের উইকেট তুলে নেন আল আমিন। পরের ওভারে আউট করে হাবিবুর রহমানকে। গাজী গ্রুপ এই বিপর্যয় সামলেছে ভারতীয় রিক্রুট রভি তেজার ব্যাটে।


তিনি একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ১১১ বলে ১০৩ রানের ইনিংস। এ ছাড়া ৫৫ রান এসেছে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। এই দুজন আউট হলে আর কেউ বলার মতো রান করতে পারেননি। আল আমিন পরের স্পেলে আরও দুই উইকেট নিয়ে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।


৯.১ ওভারে ৫৭ রান দিয়ে তার দখলে ছিল ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন চিরাগ ও সোহাগ গাজী। একটি উইকেট পেয়েছেন নাঈম ইসলাম। ৯ ওভার বোলিং করেও এদিন উইকেটশূন্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা। 


বড় লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জকে ভালো শুরু এনে দিতে পারেননি মুনিম শাহরিয়ার ও পারভেজ হোসেন ইমন। ব্যক্তিগত ১৪ রানে মুনিম ফিরলে ওপেনিং জুটি ভাঙে রূপগঞ্জের। ইমন আউট হয়েছেন ৩৭ রান করে। সাব্বির হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৭৪ বলে ৬৬ রান করে ফিরেছেন।


৯৭ বলে ৭৭ রানে অপরাজিত ইনিংস খেলেছেন শুক্কুর। চিরাগ শেষদিকে আউট হয়েছেন ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে। তানবির হায়দার ১৩ বলে ১৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট নিয়েছেন এনামুল হক, কাজী অনিক, নাহিদ উজ জামান ও জুবারুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball