Connect with us

ডিপিএল

সাব্বির-আল আমিনের নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় রূপগঞ্জের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জয়রথ যেন থামছেই না লিজেন্ডস অব রূপগঞ্জের। তারা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে তারা টানা ৬ ম্যাচ জয় তুলে নিয়েছে। শনিবার তারা গাজী গ্রুপ ক্রিকেটারর্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। আল আমিন হোসেনের বোলিং তোপে গাজী গ্রুপ অল আউট হয়েছিল ২৭৭ রানে।

বড় লক্ষ্যে খেলতে নেমে সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগ জানির হাফ সেঞ্চুইতে বড় জয় নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আল আমিনের তোপের মুখে পড়তে হয়েছিল গাজী গ্রুপকে। 

তারা দলীয় ১৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। নিজের প্রথম ওভার করতে এসে পরপর দুই বলে মেহেদী মারুফ ও ফরহাদ হোসেনের উইকেট তুলে নেন আল আমিন। পরের ওভারে আউট করে হাবিবুর রহমানকে। গাজী গ্রুপ এই বিপর্যয় সামলেছে ভারতীয় রিক্রুট রভি তেজার ব্যাটে।

তিনি একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ১১১ বলে ১০৩ রানের ইনিংস। এ ছাড়া ৫৫ রান এসেছে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। এই দুজন আউট হলে আর কেউ বলার মতো রান করতে পারেননি। আল আমিন পরের স্পেলে আরও দুই উইকেট নিয়ে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।



৯.১ ওভারে ৫৭ রান দিয়ে তার দখলে ছিল ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন চিরাগ ও সোহাগ গাজী। একটি উইকেট পেয়েছেন নাঈম ইসলাম। ৯ ওভার বোলিং করেও এদিন উইকেটশূন্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা। 

বড় লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জকে ভালো শুরু এনে দিতে পারেননি মুনিম শাহরিয়ার ও পারভেজ হোসেন ইমন। ব্যক্তিগত ১৪ রানে মুনিম ফিরলে ওপেনিং জুটি ভাঙে রূপগঞ্জের। ইমন আউট হয়েছেন ৩৭ রান করে। সাব্বির হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৭৪ বলে ৬৬ রান করে ফিরেছেন।

৯৭ বলে ৭৭ রানে অপরাজিত ইনিংস খেলেছেন শুক্কুর। চিরাগ শেষদিকে আউট হয়েছেন ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে। তানবির হায়দার ১৩ বলে ১৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট নিয়েছেন এনামুল হক, কাজী অনিক, নাহিদ উজ জামান ও জুবারুল ইসলাম।

সর্বশেষ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ওয়ানডে মেজাজে হেডের সেঞ্চুরি, অপেক্ষায় স্মিথ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

মিরপুরে অনুশীলনে সাকিব

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

আর্কাইভ

বিজ্ঞাপন